এক-দুই বছর নয়, গুনে গুনে ২৮ বছর। ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু রাহুল দ্রাবিড়ের। খেলেছেন বিশ্বকাপ ক্রিকেট। নেতৃত্বও দিয়েছেন। কিন্তু শিরোপার স্বাদ পাননি ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। মনে হয়েছিল বিশ্বকাপ ট্রফি জিততে না পারার যন্ত্রণা বয়ে বেড়াবেন আজীবন। কিন্তু তেমন হয়নি। ক্রিকেটার হিসেবে যা পারেননি, কোচ হিসেবে সেই অপূর্ণতা পূরণ করেন। কোচ হয়ে ভারতের পক্ষে টি-২০ বিশ্বকাপ জিতেছেন দ্রাবিড়। অবশ্য গত নভেম্বরে বিশ্বকাপ জয়ের সুযোগ পেয়েছিলেন। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেননি। এবার হাজার হাজার মাইল দূরে বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টি-২০ বিশ্বকাপ জিতে যন্ত্রণার ক্ষতে প্রলেপ দেন। কোচ হিসেবে বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় নাম লিখেন। এর আগে ক্রিকেটার হিসেবে ফাইনাল খেলেছেন। কোচ হিসেবেও খেলেছেন। শিরোপা জিতে উচ্ছ্বসিত দ্রাবিড়ের চোখে ছিল আনন্দাশ্রু। সবসময় চুপচাপ থাকা দ্রাবিড় গতকাল খোলশ ভেঙে আনন্দ করেছেন শিষ্যদের সঙ্গে। ট্রফি জিতেই ভারতীয় দলের কোচিংয়ের পদ থেকে সরে দাঁড়ান। ট্রফি জিতে উচ্ছ্বসিত দ্রাবিড় তার অনুভূতি প্রকাশ করেন মিডিয়ার মুখোমুখিতে। তিনি বলেন, ‘দুই বছরের একটা যাত্রা শেষ হলো এই টি-২০ বিশ্বকাপে। একটা ভারসাম্য যুক্ত দল তৈরি করতে চেয়েছিলাম। খেলোয়াড়দের মধ্যে নির্দিষ্ট মানের দক্ষতা চেয়েছিলাম। প্রয়োজনীয় কিছু ক্রিকেটারকে চেয়েছিলাম। ২০২১ সালে দায়িত্ব নেওয়ার সময় থেকে আলোচনা শুরু করেছিলাম কীভাবে বিশ্বকাপ জেতা যায়। আমরা শুধু এই বিশ্বকাপের জন্য পরিশ্রম করিনি। গত দুই বছরের পরিশ্রমের ফল এই শিরোপা।’ দ্রাবিড়ের চুক্তি ছিল চলতি বিশ্বকাপ পর্যন্ত। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড চাচ্ছিল, চুক্তি বাড়াতে। কিন্তু দ্রাবিড় রাজি হননি। সরে দাঁড়ালেও ভারতের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন। তিনি বলেন, ‘ভারতীয় দলে যে ক্রিকেটাররা খেলছে, তারা দারুণ প্রতিভাবান। ওদের আত্মবিশ্বাস, লড়াইয়ের ক্ষমতা অসাধারণ। আমি নিশ্চিত আগামী ৫-৬ বছরে ভারত আরও অনেক ট্রফি জিতবে।’
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
আস্থার প্রতিদান দিলেন কোচ দ্রাবিড়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর