এক-দুই বছর নয়, গুনে গুনে ২৮ বছর। ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু রাহুল দ্রাবিড়ের। খেলেছেন বিশ্বকাপ ক্রিকেট। নেতৃত্বও দিয়েছেন। কিন্তু শিরোপার স্বাদ পাননি ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। মনে হয়েছিল বিশ্বকাপ ট্রফি জিততে না পারার যন্ত্রণা বয়ে বেড়াবেন আজীবন। কিন্তু তেমন হয়নি। ক্রিকেটার হিসেবে যা পারেননি, কোচ হিসেবে সেই অপূর্ণতা পূরণ করেন। কোচ হয়ে ভারতের পক্ষে টি-২০ বিশ্বকাপ জিতেছেন দ্রাবিড়। অবশ্য গত নভেম্বরে বিশ্বকাপ জয়ের সুযোগ পেয়েছিলেন। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেননি। এবার হাজার হাজার মাইল দূরে বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টি-২০ বিশ্বকাপ জিতে যন্ত্রণার ক্ষতে প্রলেপ দেন। কোচ হিসেবে বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় নাম লিখেন। এর আগে ক্রিকেটার হিসেবে ফাইনাল খেলেছেন। কোচ হিসেবেও খেলেছেন। শিরোপা জিতে উচ্ছ্বসিত দ্রাবিড়ের চোখে ছিল আনন্দাশ্রু। সবসময় চুপচাপ থাকা দ্রাবিড় গতকাল খোলশ ভেঙে আনন্দ করেছেন শিষ্যদের সঙ্গে। ট্রফি জিতেই ভারতীয় দলের কোচিংয়ের পদ থেকে সরে দাঁড়ান। ট্রফি জিতে উচ্ছ্বসিত দ্রাবিড় তার অনুভূতি প্রকাশ করেন মিডিয়ার মুখোমুখিতে। তিনি বলেন, ‘দুই বছরের একটা যাত্রা শেষ হলো এই টি-২০ বিশ্বকাপে। একটা ভারসাম্য যুক্ত দল তৈরি করতে চেয়েছিলাম। খেলোয়াড়দের মধ্যে নির্দিষ্ট মানের দক্ষতা চেয়েছিলাম। প্রয়োজনীয় কিছু ক্রিকেটারকে চেয়েছিলাম। ২০২১ সালে দায়িত্ব নেওয়ার সময় থেকে আলোচনা শুরু করেছিলাম কীভাবে বিশ্বকাপ জেতা যায়। আমরা শুধু এই বিশ্বকাপের জন্য পরিশ্রম করিনি। গত দুই বছরের পরিশ্রমের ফল এই শিরোপা।’ দ্রাবিড়ের চুক্তি ছিল চলতি বিশ্বকাপ পর্যন্ত। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড চাচ্ছিল, চুক্তি বাড়াতে। কিন্তু দ্রাবিড় রাজি হননি। সরে দাঁড়ালেও ভারতের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন। তিনি বলেন, ‘ভারতীয় দলে যে ক্রিকেটাররা খেলছে, তারা দারুণ প্রতিভাবান। ওদের আত্মবিশ্বাস, লড়াইয়ের ক্ষমতা অসাধারণ। আমি নিশ্চিত আগামী ৫-৬ বছরে ভারত আরও অনেক ট্রফি জিতবে।’
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
আস্থার প্রতিদান দিলেন কোচ দ্রাবিড়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর