এক-দুই বছর নয়, গুনে গুনে ২৮ বছর। ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু রাহুল দ্রাবিড়ের। খেলেছেন বিশ্বকাপ ক্রিকেট। নেতৃত্বও দিয়েছেন। কিন্তু শিরোপার স্বাদ পাননি ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। মনে হয়েছিল বিশ্বকাপ ট্রফি জিততে না পারার যন্ত্রণা বয়ে বেড়াবেন আজীবন। কিন্তু তেমন হয়নি। ক্রিকেটার হিসেবে যা পারেননি, কোচ হিসেবে সেই অপূর্ণতা পূরণ করেন। কোচ হয়ে ভারতের পক্ষে টি-২০ বিশ্বকাপ জিতেছেন দ্রাবিড়। অবশ্য গত নভেম্বরে বিশ্বকাপ জয়ের সুযোগ পেয়েছিলেন। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেননি। এবার হাজার হাজার মাইল দূরে বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টি-২০ বিশ্বকাপ জিতে যন্ত্রণার ক্ষতে প্রলেপ দেন। কোচ হিসেবে বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় নাম লিখেন। এর আগে ক্রিকেটার হিসেবে ফাইনাল খেলেছেন। কোচ হিসেবেও খেলেছেন। শিরোপা জিতে উচ্ছ্বসিত দ্রাবিড়ের চোখে ছিল আনন্দাশ্রু। সবসময় চুপচাপ থাকা দ্রাবিড় গতকাল খোলশ ভেঙে আনন্দ করেছেন শিষ্যদের সঙ্গে। ট্রফি জিতেই ভারতীয় দলের কোচিংয়ের পদ থেকে সরে দাঁড়ান। ট্রফি জিতে উচ্ছ্বসিত দ্রাবিড় তার অনুভূতি প্রকাশ করেন মিডিয়ার মুখোমুখিতে। তিনি বলেন, ‘দুই বছরের একটা যাত্রা শেষ হলো এই টি-২০ বিশ্বকাপে। একটা ভারসাম্য যুক্ত দল তৈরি করতে চেয়েছিলাম। খেলোয়াড়দের মধ্যে নির্দিষ্ট মানের দক্ষতা চেয়েছিলাম। প্রয়োজনীয় কিছু ক্রিকেটারকে চেয়েছিলাম। ২০২১ সালে দায়িত্ব নেওয়ার সময় থেকে আলোচনা শুরু করেছিলাম কীভাবে বিশ্বকাপ জেতা যায়। আমরা শুধু এই বিশ্বকাপের জন্য পরিশ্রম করিনি। গত দুই বছরের পরিশ্রমের ফল এই শিরোপা।’ দ্রাবিড়ের চুক্তি ছিল চলতি বিশ্বকাপ পর্যন্ত। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড চাচ্ছিল, চুক্তি বাড়াতে। কিন্তু দ্রাবিড় রাজি হননি। সরে দাঁড়ালেও ভারতের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন। তিনি বলেন, ‘ভারতীয় দলে যে ক্রিকেটাররা খেলছে, তারা দারুণ প্রতিভাবান। ওদের আত্মবিশ্বাস, লড়াইয়ের ক্ষমতা অসাধারণ। আমি নিশ্চিত আগামী ৫-৬ বছরে ভারত আরও অনেক ট্রফি জিতবে।’
শিরোনাম
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
আস্থার প্রতিদান দিলেন কোচ দ্রাবিড়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
৪৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ: আর্জেন্টিনার স্কোয়াডে মেসি, নেই মার্তিনেজ
৫৪ মিনিট আগে | মাঠে ময়দানে