পেশাদার ফুটবল লিগে টানা পাঁচ মৌসুম শিরোপা বঞ্চিত ঢাকা আবাহনী। বড়দের লড়াইয়ে তারা ব্যর্থতার পরিচয় দিলেও বাফুফে আয়োজিত অনূর্ধŸ-১৮ লিগে জয় পেয়েই চলেছে। গতকাল উত্তরা পুলিশ আর্মস ব্যাটালিয়ন মাঠে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। বিজয়ী দলের আবদুল্লাহ ও মুসা ১টি করে গোল করেন। টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আবাহনীর যুবারা। বসুন্ধরা কিংস অনুশীলন মাঠে অনুষ্ঠিত ম্যাচে পুলিশ এফসি ২-১ গোলে হারায় রহমতগঞ্জকে। নাবিরুলের গোলে রহমতগঞ্জ এগিয়ে গেলেও পুলিশের জুহান ও রবিউল গোল করে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন। মোহাম্মদপুর শারীরিক শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকা মোহামেডান গোলশূন্য ড্র করে ফটিক এফসির বিপক্ষে।