নারীদের নিয়ে গড়া ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে দামি ক্লাব হয়েছে লস অ্যাঞ্জেলস শহরের অ্যাঞ্জেল সিটি এফসি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইম্যান্স সকার লিগের (এনডব্লিউএসএল) এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন উইলো বে এবং বব ইগার। তারা এই ফ্র্যাঞ্চাইজি ক্লাবটির দায়িত্ব নিয়েছেন। উইলো বে হচ্ছেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার স্কুল ফর কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের ডিন। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, উইলো বে ক্লাবের মালিক হিসেবে এনডব্লিউএসএলের বোর্ড অব গভর্নরসে প্রতিনিধিত্ব করবেন। ক্লাবটির বর্তমান মূল্য ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ধরা হয়েছে। এ ছাড়াও ক্লাবের উন্নয়নে অতিরিক্ত ৫০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করবেন উইলো বে ও বব ইগার দম্পতি। অবশ্য লস অ্যাঞ্জেলস টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এই দম্পতি ১০০ মিলিয়ন ডলারেরও বেশি খরচ করবেন ক্লাবের উন্নয়নে। এই বিনিয়োগের ফলে বিশ্বের সবচেয়ে দামি নারী ক্লাবে পরিণত হয়েছে অ্যাঞ্জেল সিটি এফসি। এর আগে সবচেয়ে দামি ক্লাব ছিল স্যান ডিয়েগো ওয়েভ। গত মার্চে এই ক্লাব বিক্রি হয় ১২০ মিলিয়ন মার্কিন ডলারে। অ্যাঞ্জেল সিটি এফসির নতুন মালিক উইলো বে বলেন, ‘মেয়েদের খেলা বর্তমানে সংস্কৃতিতে পরিণত হয়েছে। অংশগ্রুহণ বেড়েছে। দর্শক বেড়েছে। পারফরম্যান্সও বেড়েছে।’