প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক পর্দা উঠবে ২৬ জুলাই। তবে কাল থেকেই শুরু হবে বিভিন্ন ইভেন্টের লড়াই। এরই মধ্যে সারা বিশ্ব থেকে অ্যাথলেটরা ছুটে এসেছেন ফ্রান্সের রাজধানীতে। এবারের অলিম্পিকে মাসকটের নাম ফ্রাইজ। প্যারিসের বিভিন্ন দোকানে শোভা পাচ্ছে ফ্রাইজের নানা আকারের শো-পিস। অলিম্পিক দেখতে আসা ক্রীড়ামোদীরা এসব দোকান থেকে স্মৃতির চিহ্ন হিসেবে সংগ্রুহ করবেন এসব শো-পিস।
-এএফপি