নটিংহ্যামশায়ারের ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ইনিংসে সমানে সমানে লড়েছে ওয়েস্ট ইন্ডিজ। হজের সেঞ্চুরিতে এগিয়েও গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই লড়াইটা আর করতে পারেনি ক্যারিবীয়রা। দীর্ঘকায় ইংলিশ অব স্পিনার শোয়েব বশিরের ঘূর্ণিতে ১৪৩ রানে গুঁড়িয়ে যায়। বেন স্টোকসের ইংল্যান্ড ২৪১ রানে জিতে সিরিজ নিশ্চিত করেছে। লর্ডস টেস্টও জিতেছিল ইংল্যান্ড। গতকাল টেস্টের পঞ্চম দিন ৩৮৫ রানের টার্গেটে খেলতে নামে সফরকারীরা। বশিরের ৫ উইকেট এবং দুই পেসার গাস অ্যাটকিনসন ও ক্রিস ওয়ক্সের গতি ও বাউন্সে ১৪৩ রানে গুঁড়িয়ে হেরে যায়। দুজনে দুটি করে উইকেট নেন। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক ক্রেইগ ব্রাফেট। প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রুহ ছিল ৪১৬ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করেছিল ৪৫৭ রান। ৪১ রানে পিছিয়ে থেকে স্বাগতিক স্টোকস বাহিনী ৪২৫ রান করে। হ্যারি ব্রুক ১০৯ ও সাবেক অধিনায়ক জো রুট ১১৪ রান করেন। ইংলিশ অভিজ্ঞ ক্রিকেটারের এটা ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি। রুট এই মুহূর্তে ইংল্যান্ডের দ্বিতীয় এবং টেস্ট ক্রিকেট ইতিহাসে অষ্টম। রুটের রান ১১ হাজার ৮৮৬। ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক সাবেক অধিনায়ক অ্যালিয়েস্টার কুক। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান ভারতের শচিন টেন্ডুলকারের।