অলিম্পিকে পুরুষ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গতকাল বি-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারায় তারা। দলের পক্ষে একটি করে গোল করেন থিয়াগো আলমাডা ও ক্লাওডিও এচেভেরি। বি গ্রুপের অপর ম্যাচে মরক্কো ৩-০ গোলে হারিয়েছে ইরাককে। এই জয়ে গ্রুপের সেরা হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইউক্রেন। বি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটে খেলবে আর্জেন্টিনা। এছাড়াও গতকাল স্পেনকে ২-১ গোলে হারিয়েছে মিসর। সি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে মিসর এবং রানার্সআপ হিসেবে স্পেন কোয়ার্টারে খেলবে। আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নাটকীয়ভাবে পরাজিত হয়েছিল মরক্কোর কাছে। তবে সেই পরাজয়ের ধাক্কা সামলে নকআউট পর্ব নিশ্চিত করেছে দলটা।