কিছুদিন আগেই ফ্রেঞ্চ ওপেন জয় করেছেন কার্লোস আলকারাজ। রোলা গারোতে ফাইনালে হারিয়েছিলেন জার্মানির আলেকজান্ডার জেভরভকে। আরও একবার রোলা গারোতে ফাইনাল খেলতে নামবেন এ স্প্যানিশ তরুণ। গতকাল অলিম্পিক টেনিসে পুরুষ এককের সেমিফাইনালে আলকারাজ ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন কানাডার ফেলিক্স অগারকে। অলিম্পিক ফাইনালে তিনি মুখোমুখি হতে পারেন নোভাক জকোভিচের। গত রাতেই জকোভিচ অপর সেমিতে খেলতে নেমেছেন ইতালির লরেনজো মুসেত্তির বিপক্ষে।