প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে জাতীয় সংসদের হুইপ নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাড়িসহ দলীয় নেতাদের বাড়িতে আগুন ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। এদিকে, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী কার্যালয়েও আগুন ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।