টেস্ট ক্রিকেটে বাংলাদেশ মোট ৮টি সিরিজ জয় করেছে। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষেই জয় করেছে ৪টি সিরিজ। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি এবং আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ১টি করে টেস্ট সিরিজ জয় করেছে টাইগাররা। মোট ১৪৩টি টেস্ট ম্যাচ খেলে ২০টি ম্যাচ জয় করেছে বাংলাদেশ। ড্র করেছে ১৮টি। হেরেছে ১০৫টি।