উহান ওপেনের ফাইনালে চীনের ঝেঙ কিনওয়েনকে ৬-৩, ৫-৭, ৬-৩ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বেলারুশের মেয়ে অ্যারিনা সাবালেঙ্কা। চলতি বছর চতুর্থ ট্রফি জয় করলেন তিনি। এর আগে তিনি অস্ট্রেলিয়ান ওপেন, সিনসিনাত্তি ওপেন, ইউএস ওপেন জয় করেছেন। চীনা মেয়ে ঝেঙ কিনওয়েন ২০২৪ প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয় করেন। তবে ট্যুর টুর্নামেন্টগুলোতে দাপট দেখাতে পারেননি তিনি। অ্যারিনা সাবালেঙ্কা চ্যাম্পিয়ন হওয়ার পর বলেন, ‘এখানে ট্রফি জয় করাটা দারুণ ব্যাপার। এর আগেও আমি এখানে চ্যাম্পিয়ন হয়েছি। আবারও হতে চাই।’ সাবালেঙ্কা ২০১৮ ও ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয়েছেন উহান ওপেনে।বর্তমানে মেয়েদের টেনিসে দুর্দান্ত দাপট দেখাচ্ছেন অ্যারিনা সাবালেঙ্কা। খেলতে নামলেই ফাইনাল পর্যন্ত পৌঁছে যাচ্ছেন। তবে ফাইনালে গিয়ে হেরে যাওয়ার রেকর্ডও কম নয় তার। এরই মধ্যে ক্যারিয়ারে ৩১টি ফাইনাল খেলে ১৭টিতে জিতলেও হেরেছেন ১৪টিতে।