পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই পদত্যাগ করেছেন ওয়ানডে ও টি-২০ কোচ গ্যারি কারস্টেন। তার জায়গায় এসেছেন টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি। তাই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের সাদা বলের কোচ অসিদেরই সাবেক এ পেসার। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দায়িত্বের পর কোনো ওয়ানডে ম্যাচেই বাবর-শাহিনদের কোচিং করাতে পারেননি কারস্টেন। যদিও তার অধীনেই টি-২০ বিশ্বকাপে ভরাডুবির শিকার হয় বাবররা। সম্প্রতি দল নির্বাচনে কোচদের ভূমিকা তুলে নেওয়ায় বোর্ডের সঙ্গে তার টানাপোড়েন চলছিল।
যার কারণেই সরে দাঁড়িয়েছেন কারস্টেন। তাই সেখানে এবার টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি। যদিও গিলেস্পির অধীনেই বাংলাদেশের কাছে ঘরের মাটিতে টেস্টে ২-০তে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এরপরেই ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় আপাতত গিলেস্পির ওপর সন্তুষ্ট পিসিবি। এর সঙ্গে সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে।