বিসিবির প্রস্তাবিত সংশোধিত গঠনতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকার ক্রিকেট ক্লাবগুলো। গঠনতন্ত্রের ক্যাটাগরি-২-এর সংশোধনের প্রস্তাবের বিরোধিতা করে প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ৭৬টি ক্লাব আজ ঢাকার একটি পাঁচতারা হোটেলে বৈঠকে বসবে। প্রস্তাবিত সংশোধিত গঠনতন্ত্রে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) বিলুপ্তির প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনায় ক্যাটাগরি-২-এর ক্লাব পরিচালকের সংখ্যাও কমানোর উল্লেখ রয়েছে। বর্তমান গঠনতন্ত্রে ক্লাবগুলোর পরিচালক সংখ্যা ১২ জন। পরিচালক সংখ্যা আটজন কমিয়ে চারজন করার প্রস্তাব রয়েছে। ঢাকার ক্লাবগুলো বিসিবির এ প্রস্তাবিত সংশোধিত গঠনতন্ত্র মেনে নিতে পারছে না। বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুর নাম লেখা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার ক্লাবগুলো নিজেদের মধ্যে মতবিনিময় সভা করবে। নাম প্রকাশে অনিচ্ছুুক একজন ক্লাব কর্মকর্তা জানিয়েছেন, যদি ক্যাটাগরি-২-এ সংশোধনী আনা হয়, তাহলে ঢাকার ক্লাবগুলো লিগ বর্জন করতে পারে। যদি কোনো কারণে ক্লাবগুলো লিগ বর্জন করে, তাহলে অনেক ক্রিকেটারের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে।
প্রস্তাবিত গঠনতন্ত্রে ক্যাটাগরি-১ ও ৩-এর পরিচালক সংখ্যা বাড়ানোর উল্লেখ আছে। ক্যাটাগরি-১-এর বর্তমান গঠনতন্ত্রে পরিচালক সংখ্যা ১০। সেটা তিনজন বাড়িয়ে ১৩ করার প্রস্তাব রাখা হয়েছে। ক্যাটাগরি-৩-এ পরিচালক সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৪ করার প্রস্তাব রয়েছে। এ ছাড়া ক্লাব কাউন্সিলর সংখ্যা কমানোর প্রস্তাবও রয়েছে।