সবশেষ ম্যাচে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে বছরের প্রথম ট্রফি জিতেছিল বার্সেলোনা। পরের ম্যাচে সেখান থেকেই আবার শুরু করল কাতালানরা। ফের ৫ গোল করে আরেকটি দাপুটে পারফরম্যান্স দেখাল ইয়ামাল-রাফিনিয়ারা। বুধবার রাতে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হয় বার্সেলোনা ও রিয়াল বেটিস। তাদেরও গোলের মালা পরাল বার্সা। বেটিসকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল হ্যান্সি ফ্লিকের দল। ঘরের মাঠে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি ফ্লিকের শীর্ষরা। রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে দেওয়ার পর এদিন বেটিসকে সহজেই হারায় বার্সেলোনা। প্রথমার্ধে গাভি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান জুল কুন্দে। বিরতির পর একটি করে গোল করেন রাফিনিয়া, ফেররান টরেস ও লামিন ইয়ামাল। শেষ দিকে পেনাল্টি থেকে পরাজয়ের ব্যবধান কমান বার্সেলোনা থেকে ধারে বেটিসে খেলা ভিতর রকি। দিনের অন্য ম্যাচে সহজ জয় পেয়ে শেষ আট নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এলসেকে ৪-০ গোলে হারায় তারা।