কঠোর অবস্থান থেকে সরে দাঁড়ায়নি ঢাকার ক্লাবগুলো। নিজেদের সিদ্ধান্তে এখনো অটল রয়েছে। গতকাল বিকাল ৪টায় বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে দাবিদাওয়া লেখা স্মারকলিপি জমা দিয়েছেন ক্লাবগুলোর সংগঠকরা। এরপর বিসিবি সভাপতির সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন ক্লাবগুলোর পক্ষে রফিকুল ইসলাম বাবু, লুৎফর রহমান বাদল, আবুল বাশার শিপলু, জিয়াউর রহমান তপু, আদনান রহমান দীপন, বোরহান পাপ্পু। সংগঠকরা বিসিবি সভাপতির কাছে গঠনতন্ত্র সংশোধনী কমিটির বিলুপ্তি চেয়ে নতুন কমিটি চেয়েছেন। শুধু তাই নয়, গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগও চান। যদি দাবি পূরণ না করা হয়, তাহলে ঢাকার লিগগুলো বর্জন করার কথা জানান বৈঠকে। এ প্রসঙ্গে বাংলাদেশ বয়েজের ক্রিকেট চেয়ারম্যান জিয়াউর রহমান তপু বলেন, ‘বিসিবি সভাপতিকে জানিয়েছি, আমরা লিগ খেলতে প্রস্তুত। এজন্য আমাদের দাবিগুলো পূরণ করতে হবে। না হলে আমরা ক্লাবগুলো লিগ খেলব না। বিসিবি সভাপতিকে অনুরোধ করেছি, গঠনতন্ত্র সংশোধনী কমিটির পরিবর্তন করতে। সংশোধনী কমিটির আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিম ভাইয়ের পদত্যাগ চেয়েছি।
বিসিবি সভাপতি আমাদের কথা শুনে আশ্বাস দিয়েছেন এবং ৪-৫ দিন সময় নিয়েছেন। আশ্চর্য হলেও সত্যি, বিসিবি সভাপতি এখনো জানেন না গঠনতন্ত্র সংশোধনের বিষয়গুলো।’ বিসিবির বর্তমান গঠনতন্ত্র পরিবর্তনের জন্য নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠিত হয়েছে। গঠনতন্ত্র সংশোধনের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে বর্তমান গঠনতন্ত্রের ক্যাটাগরি-২-এর ক্লাব পরিচালকের সংখ্যা ১২ জন থেকে কমিয়ে চারজন করার উল্লেখ রয়েছে। ক্যাটাগরি-১-এর পরিচালক সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১৩ এবং ক্যাটাগরি-৩-এর পরিচালক সংখ্যা তিনজন থেকে চারজন করার উল্লেখ রয়েছে। শুধু পরিচালক সংখ্যা নয়, ক্লাবগুলোর কাউন্সিলর সংখ্যা কমানোর প্রস্তাবও রয়েছে গঠনতন্ত্রের সংশোধনে। ক্লাবগুলোর এখনকার কাউন্সিলর সংখ্যা ৭৬। সেটা কমিয়ে ৩০ করার প্রস্তাব করেছে।