গত বছরের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন নাজমুলরা। এরপর চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহ টি-২০ টুর্নামেন্ট খেলে ম্যাচ প্রস্তুতি নিয়েছেন টাইগাররা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন দুবাইয়ে। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা শুরু করবে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। আট বছরের বিরতির পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফের মাঠে গড়াচ্ছে আজ। করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। দুই দল খেলছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশ ও ভারত একই গ্রুপে। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ নাজমুলদের। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি ম্যাচের ভেন্যু পাকিস্তানের রাওয়ালপিন্ডি। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল মিশনে নামার আগে মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল। ব্যাটিং ব্যর্থতায় নাজমুল বাহিনী ৭ উইকেটে হেরে যায়। টাইগারদের কোনো ব্যাটারই পঞ্চাশ ঊর্ধ্ব রানের জুটি গড়তে পারেননি। এমনকি পঞ্চাশ ঊর্ধ্ব রানের কোনো জুটিও গড়েনি। সর্বোচ্চ ৪৪ রান করেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এ ছাড়া বাঁহাতি ওপেনার সৌম্য সরকার ৩৫, তাওহিদ হৃদয় ২০, বাঁহাতি ওপেনার তানজিদ তামিম ৬, অধিনাযক নাজমুল ১২, মুশফিকুর রহিম ৭, জাকের আলি অনিক ৪, তানজিম সাকিব ৩০, নাসুম আহমেদ ১৫ রান করেন। বোলারদের মধ্যে নাহিদ রানা, মিরাজ, তানজিম সাকিব একটি করে উইকেট নেন। আগামীকাল ম্যাচ। আজ অনুশীলন করবেন নাজমুলরা। গতকাল বিশ্রামে কাটিয়েছেন।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা