গত বছরের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন নাজমুলরা। এরপর চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহ টি-২০ টুর্নামেন্ট খেলে ম্যাচ প্রস্তুতি নিয়েছেন টাইগাররা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন দুবাইয়ে। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা শুরু করবে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। আট বছরের বিরতির পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফের মাঠে গড়াচ্ছে আজ। করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। দুই দল খেলছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশ ও ভারত একই গ্রুপে। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ নাজমুলদের। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি ম্যাচের ভেন্যু পাকিস্তানের রাওয়ালপিন্ডি। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল মিশনে নামার আগে মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল। ব্যাটিং ব্যর্থতায় নাজমুল বাহিনী ৭ উইকেটে হেরে যায়। টাইগারদের কোনো ব্যাটারই পঞ্চাশ ঊর্ধ্ব রানের জুটি গড়তে পারেননি। এমনকি পঞ্চাশ ঊর্ধ্ব রানের কোনো জুটিও গড়েনি। সর্বোচ্চ ৪৪ রান করেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এ ছাড়া বাঁহাতি ওপেনার সৌম্য সরকার ৩৫, তাওহিদ হৃদয় ২০, বাঁহাতি ওপেনার তানজিদ তামিম ৬, অধিনাযক নাজমুল ১২, মুশফিকুর রহিম ৭, জাকের আলি অনিক ৪, তানজিম সাকিব ৩০, নাসুম আহমেদ ১৫ রান করেন। বোলারদের মধ্যে নাহিদ রানা, মিরাজ, তানজিম সাকিব একটি করে উইকেট নেন। আগামীকাল ম্যাচ। আজ অনুশীলন করবেন নাজমুলরা। গতকাল বিশ্রামে কাটিয়েছেন।
শিরোনাম
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
প্রস্তুতিটা ভালো হয়নি নাজমুলদের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর