গত বছরের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন নাজমুলরা। এরপর চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহ টি-২০ টুর্নামেন্ট খেলে ম্যাচ প্রস্তুতি নিয়েছেন টাইগাররা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন দুবাইয়ে। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা শুরু করবে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। আট বছরের বিরতির পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফের মাঠে গড়াচ্ছে আজ। করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। দুই দল খেলছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশ ও ভারত একই গ্রুপে। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ নাজমুলদের। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি ম্যাচের ভেন্যু পাকিস্তানের রাওয়ালপিন্ডি। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল মিশনে নামার আগে মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল। ব্যাটিং ব্যর্থতায় নাজমুল বাহিনী ৭ উইকেটে হেরে যায়। টাইগারদের কোনো ব্যাটারই পঞ্চাশ ঊর্ধ্ব রানের জুটি গড়তে পারেননি। এমনকি পঞ্চাশ ঊর্ধ্ব রানের কোনো জুটিও গড়েনি। সর্বোচ্চ ৪৪ রান করেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এ ছাড়া বাঁহাতি ওপেনার সৌম্য সরকার ৩৫, তাওহিদ হৃদয় ২০, বাঁহাতি ওপেনার তানজিদ তামিম ৬, অধিনাযক নাজমুল ১২, মুশফিকুর রহিম ৭, জাকের আলি অনিক ৪, তানজিম সাকিব ৩০, নাসুম আহমেদ ১৫ রান করেন। বোলারদের মধ্যে নাহিদ রানা, মিরাজ, তানজিম সাকিব একটি করে উইকেট নেন। আগামীকাল ম্যাচ। আজ অনুশীলন করবেন নাজমুলরা। গতকাল বিশ্রামে কাটিয়েছেন।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
প্রস্তুতিটা ভালো হয়নি নাজমুলদের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর