গত বছরের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন নাজমুলরা। এরপর চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহ টি-২০ টুর্নামেন্ট খেলে ম্যাচ প্রস্তুতি নিয়েছেন টাইগাররা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন দুবাইয়ে। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা শুরু করবে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। আট বছরের বিরতির পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফের মাঠে গড়াচ্ছে আজ। করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। দুই দল খেলছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশ ও ভারত একই গ্রুপে। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ নাজমুলদের। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি ম্যাচের ভেন্যু পাকিস্তানের রাওয়ালপিন্ডি। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল মিশনে নামার আগে মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল। ব্যাটিং ব্যর্থতায় নাজমুল বাহিনী ৭ উইকেটে হেরে যায়। টাইগারদের কোনো ব্যাটারই পঞ্চাশ ঊর্ধ্ব রানের জুটি গড়তে পারেননি। এমনকি পঞ্চাশ ঊর্ধ্ব রানের কোনো জুটিও গড়েনি। সর্বোচ্চ ৪৪ রান করেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এ ছাড়া বাঁহাতি ওপেনার সৌম্য সরকার ৩৫, তাওহিদ হৃদয় ২০, বাঁহাতি ওপেনার তানজিদ তামিম ৬, অধিনাযক নাজমুল ১২, মুশফিকুর রহিম ৭, জাকের আলি অনিক ৪, তানজিম সাকিব ৩০, নাসুম আহমেদ ১৫ রান করেন। বোলারদের মধ্যে নাহিদ রানা, মিরাজ, তানজিম সাকিব একটি করে উইকেট নেন। আগামীকাল ম্যাচ। আজ অনুশীলন করবেন নাজমুলরা। গতকাল বিশ্রামে কাটিয়েছেন।
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা