ভারত ও পাকিস্তানের মধ্যকার স্নায়ুযুদ্ধ শেষে শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। আয়োজক পাকিস্তানের পাশাপাশি তাদের তত্ত্বাবধানে সংযুক্ত আরব আমিরাতেও অনুষ্ঠিত হবে ভারতের ম্যাচগুলো। সম্প্রতি ভারত-পাকিস্তানের থেকেও বাংলাদেশ-ভারত ম্যাচে থাকে উত্তেজনা। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক লড়াইয়ের জন্য এ ম্যাচ বাড়তি মাত্রা পায়। আজ দুবাইয়ে বাংলাদেশ এবং ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। তাই এ ম্যাচ ঘিরেও রয়েছে উন্মাদনা। তবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের টাইগার স্কোয়াডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র ছয় ক্রিকেটারের। তারা হলেন- মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তারা সবাই ২০১৭ সালে মাত্র একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন। আর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ বাকি ৯ জন একদমই নতুন। এবারের টুর্নামেন্টের মধ্য দিয়ে তাদের অভিষেক হবে। তবে ভালো খেললে ভারতকে হারানো সম্ভব বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শান্ত। অভিজ্ঞ মুশফিক, মাহমুদুল্লাহদের পাশাপাশি তরুণ হৃদয়, নাহিদ, তানজিমদের নিয়ে বেশ আশাবাদী টাইগার অধিনায়ক। সবশেষ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার খেলা টাইগার ক্রিকেটারদের পরিসংখ্যান অনুযায়ী, চার ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি পান মাহমুদুল্লাহ ও মুশফিক। মুশফিক চার ম্যাচ খেলে দুই হাফ সেঞ্চুরিতে করেন ১৬৩ রান। তার স্ট্রাইক রেট ছিল ৪০.৭৫ করে। সর্বোচ্চ ৭৯* রানের ইনিংস খেলেন মুশফিক। সমান ম্যাচ খেলে ৬৮.৫০ স্ট্রাইক রেটে ১৩৭ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। পান একটি সেঞ্চুরির দেখাও (১০২* রান)। ওপেনার সৌম্য সরকার চার ম্যাচে ৩৪ রান করেন। তার সর্বোচ্চ ইনিংস ছিল ২৮ রানের। অলরাউন্ডার মেহেদি মিরাজ ১টি ম্যাচ খেলে ১৪ রান ও ৪ রান খরচে ১টি মাত্র ওভার করার সুযোগ পান। এ ছাড়া দুই পেসার মুস্তাফিজ ও তাসকিনও তেমন পারফরম্যান্স করতে পারেননি। কাটার মাস্টারখ্যাত ফিজ ৪ ম্যাচে ২৯ ওভার বোলিং করে মাত্র ১টি উইকেট পান। ৬.৩১ ইকোনমিতে খরচ করেন ১৮৩ রান। টুর্নামেন্টে তার সর্বোচ্চ বোলিং ফিগার ৫২ রানে ১ উইকেট। বর্তমানে দারুণ ছন্দে থাকা তাসকিন ২ ম্যাচে ১৫ ওভারে ২টি উইকেট শিকার করেন। ৬.১৩ ইকোনমিতে খরচ করেন ৯২ রান। অন্যদিকে এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন অধিনায়ক নাজমুল শান্ত, তানজিদ তামিম, জাকের আলি, তাওহিদ হৃদয়, পারভেজ ইমন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম সাকিব ও নাহিদ রান।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
প্রথমবার খেলছেন ৯ টাইগার
আখলাকুল আম্বিয়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর