নবম রাউন্ডের ম্যাচে চমক দেখিয়েছে রূপগঞ্জ ক্রিকেটার্স। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুর্বল শক্তির রূপগঞ্জ ৮ উইকেটে হারিয়েছে গাজী ক্রিকেটার্সকে। বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটে গতকাল নবম রাউন্ডের সবচেয়ে আলোচিত দিক ছিল তানজিদ হাসান তামিম। বিকেএসপি-৩ নম্বর মাঠে লেজেন্ডস অব রূপগঞ্জের বাঁ হাতি ওপেনার তানজিদ গতকাল পারটেক্সের বিপক্ষে মাত্র ৫৯ বলে সেঞ্চুরি করেছেন। যা চলতি প্রিমিয়ার ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি। তার টর্নেডো ব্যাটিংয়ে লেজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টস ক্লাবকে। বিকেএসপিতে আরেক ম্যাচে অগ্রণী ব্যাংক ৪ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ক্রিকেটে ফিরেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন। রূপগঞ্জ ক্রিকেটার্সের পক্ষে খেলতে নেমে ১ উইকেট নেন ও ৯ রান করেন। পারটেক্সের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন তানজিদ তামিম। অবশ্য টার্গেটও খুব বড় ছিল না। শেখ মেহেদি হাসানের ঘূর্ণিতে ৩৪.৪ ওভারে ১২৯ রানে অলআউট হয় পারটেক্স। মেহেদি ৬ ওভারের স্পেলে ২৭ রানের খরচে নেন ৪ উইকেট। ১৩০ রানের টার্গেটে খেলতে নেমে লেজেন্ডস অব রূপগঞ্জের দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান ১৮.৩ ওভারে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। অধিনায়ক সাইফ ২৬ রানে অপরাজিত থাকলে তানজিদ তুলে নেন তিন অংকের জাদুকরী ইনিংস। অপরাজিত থাকেন ১০৩ রানে। ২৪ বছর বয়সি তানজিদের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা চতুর্থ সেঞ্চুরি। ৫৯ বলের ইনিংসটিতে তিনি ১০ চার ছাড়াও মারেন ৭টি ছক্কা। সব মিলিয়ে তানজিদ ৪৬ ইনিংস পর সেঞ্চুরি করেছেন। ২০২৩ সালে সর্বশেষ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। গতকালের জয়ে লেজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ৯ ম্যাচে ১১। মিরপুরে প্রথম ব্যাটিংয়ে গাজী ক্রিকেটার্স ৪২.১ ওভারে ১৫৯ রানে অলআউট হয়। দলটির পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন শামীম মিয়া। রূপগঞ্জ ক্রিকেটার্স জয়ের জন্য প্রয়োজনীয় রান টপকে যায় ৩৩.৩ ওভারে। আবদুল মজিদ ও অমিত মজুমদার ১৮০ বলে ১৪০ রানের জুটি গড়েন। অমিত ৭৬ ও মজিদ ৫৩ রান করেন। বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়ন ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৮ রান করে। অগ্রণী ব্যাংক সেটা ৮ বল আগে টপকে যায় ৬ উইকেট হারিয়ে। অগ্রণীর পয়েন্ট ৯ ম্যাচে ১২।
শিরোনাম
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
- বগুড়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি
- অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
- বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
- অভিবাসন সাংবাদিকতার উন্নয়নে ‘মার্সেই সনদ’ সই
তানজিদের ৫৯ বলে সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর