ইনজুরির জন্য শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ডাক পাননি ডান হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। গোড়ালির হাড় বেড়ে যাওয়ায় তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় নেওয়া হয়েছে আরেক ডান হাতি ফাস্ট বোলার তানজিম হাসান সাকিবকে। ১০ ওয়ানডে ও ১৮ টি-২০ খেলার অভিজ্ঞ তানজিম প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। ফিরেছেন জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ৯৪ টেস্ট খেলার অভিজ্ঞ মুশফিকুর রহিম। সাবেক অধিনায়ক মুশফিকের সামনে হাতছানি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার। ইনজুরির জন্য গত নভেম্বরে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি নাজমুল ও মুশফিক। পিএসএল খেলতে পাকিস্তান গেছেন বলে প্রথম টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের। তার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার মাহিদুর রহমান অঙ্কন। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল অঙ্কনের। গতকাল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি সিলেটে ২০-২৪ এপ্রিল। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ২৮ এপ্রিল-২ মে। টেস্ট সিরিজকে সামনে রেখে নাজমুল বাহিনীর অনুশীলন শুরু হবে সিলেটে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২১ সালে। জিম্বাবুয়ের মাটিতে এক টেস্ট ম্যাচ সিরিজটি টাইগাররা জিতেছিল ১-০ ব্যবধানে। চার বছর পর পুনরায় দুই দল টেস্ট খেলবে। দুই দল এখন পর্যন্ত ১০টি সিরিজ খেলেছে পরস্পরের বিপক্ষে। এগারোতম সিরিজ খেলবে এবার এবং বাংলাদেশে ষষ্ঠবার খেলতে আসছে। দুই দলই এখন পর্যন্ত সমান চারবার করে সিরিজ জিতেছে। দুটি সিরিজ ড্র হয়েছে। তবে ১৮ টেস্টের মধ্যে বাংলাদেশের জয় ৮টি এবং জিম্বাবুয়ের ৭টি। ৩টি টেস্ট ড্র হয়েছে।
গত নভেম্বরে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিলেন তাসকিন। তার সঙ্গী ছিলেন ‘স্পিড স্টার’ নাহিদ রানা, হাসান মাহমুদ। এবার তাসকিন নেই। তার জায়গায় সুযোগ পেয়েছেন ডান হাতি পেসার সেয়দ খালেদ আহমেদ। তাসকিনের বাদ পড়ার বিষয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘বাঁ একিলিস টেন্ডনে সমস্যার কারণে তাসকিন এখন পুনর্বাসনে আছে। সিরিজে তাকে পাওয়া যাবে না।’ স্কোয়াডে চার পেসার- নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম সাকিব ও হাসান মাহমুদ। স্পিনার তিনজন- মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাইম হাসান।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।