প্রথমটির মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতেছিলেন নিউজিল্যান্ড ‘এ’ দলের অধিনায়ক নিক কেলি। টস জিতলেও ম্যাচ জিততে পারেনি সফরকারীরা। প্রথমটির মতো দ্বিতীয়টিতেও হেরেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচটি নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল ৮৭ রানে জিতেছে। প্রথমটি জিতেছিল ৭ উইকেটে। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের জেতাতে জোড়া সেঞ্চুরি করেছেন অধিনায়ক সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগার ‘এ’ দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ম্যাচসেরা সোহান ১০১ বলে ৭টি করে চার ও ছক্কায় ১১২ এবং অঙ্কন ১০৫ রানের ইনিংসটি খেলেন ১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায়। টস হেরে প্রথম ব্যাটিংয়ে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৪ রান করে সোহান বাহিনী। ওয়ানডেতে ‘এ’ দলের আগের সর্বোচ্চ দলগত স্কোর আয়ারল্যান্ড ওলভসের বিপক্ষে ৩ উইকেটে ৩৮৬ রান। গতকাল সফরকারীদের ঘুরে দাঁড়ানোর ম্যাচে ১৫.১ ওভারে ৯৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। সেই বিপর্যয় রোধ করেন অঙ্কন ও সোহান চতুর্থ উইকেট জুটিতে ৩১.৪ ওভারে ২২৫ রান যোগ করে। দুজনের ডাবল হান্ড্রেড জুটিতে বড় স্কোর করে সোহান বাহিনী। দুজনের বিদায়ের পর খুব বেশি রান যোগ করতে পারেনি স্বাগতিকরা। ৩৪৫ রানের টার্গেটে সোহান বাহিনীর স্পিন আঘাতে ৪৩.১ ওভারে ২৫৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড ‘এ’। দলটির পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন ওপেনার ডেল ফিলিপস। ৫৪ বলের ইনিংসটিতে ছিল ১৪টি চার ও ২টি ছক্কা। ক্রিস্টার্ন ক্লার্ক অপরাজিত ৩৯, জশ ক্লার্কসন ৩৪ ও মিচেল হে ৩৮ রান করেন। স্বাগতিক স্পিনারদের মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত ১০ ওভারের স্পেলে ৫০ রানের খরচে নেন ৩ উইকেট।
২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, তানভীর ইসলাম ও শামীম হোসেন।