এক হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে আলোচনায় তুঙ্গে বাংলাদেশ। ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্ব ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত এ ফুটবলারের। ভারতের বিপক্ষে ম্যাচ ড্র করলেও হামজার পারফরম্যান্স সবার নজর কাড়ে। মাঠজুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। কোনো রকমে হার এড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বাগতিকরা। হামজা খেলার পরই বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা এখন এশিয়াজুড়ে। ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ সিঙ্গাপুর। সেই ম্যাচে শুধু হামজা নয়, দেখা মিলতে পারে কানাডা জাতীয় দলে খেলা সামিত সোমের। বাংলাদেশি বংশোদ্ভূত এ ফুটবলারের বাংলাদেশের পাসপোর্টও তৈরি। বাংলাদেশ জাতীয় দলে খেলার ফিফার অনুমতিও পেয়ে গেছেন সামিত। এখন শুধু অভিষেকের অপেক্ষা।
হামজার সঙ্গে শুধু সামিত নয়। ১০ জুন দেখা মিলতে পারে ইতালি লিগে খেলা আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফাহমেদুল ইসলামেরও। হামজার সঙ্গে ভারতের বিপক্ষে খেলতে তিনি সৌদি আরবে বাংলাদেশের ক্যাম্পেও যোগ দেন। এক প্রীতি ম্যাচে নিজের যোগ্যতাও প্রমাণ করেন। কোচ হাভিয়ের কাবরেরা বয়স কম বলে তাকে দলে নেননি। এ নিয়ে তিনি ব্যাপক সমালোচিত হন। জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটির কাছে তাকে জবাব দিতে হয়। সিঙ্গাপুরের বিপক্ষে ফাহমেদুলকে ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত হয়। ক্যাম্পে যখন ডাকা হবে তখন বলা যায়, সিঙ্গাপুরের বিপক্ষে তারও দেখা মিলবে।
এক হামজা ঘিরেই গ্রুপের প্রতিপক্ষদের ঘুম হারাম। এরপর সামিত ও ফাহমেদুল খেললে দুরন্ত দলে পরিণত হবে বাংলাদেশ আশা করা যায়। ইনজুরিতে থাকায় প্রবাসী ফুটবলার তারিক কাজীর খেলার সম্ভাবনা ক্ষীণ। অধিনায়ক জামাল ভূঁইয়া যদি সেরা একাদশে থাকেন তা হবে বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস। একসঙ্গে চার প্রবাসীর জাতীয় দলে খেলাটা হবে প্রথম।