ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাসে সবচেয়ে বাজে মৌসুম শেষ করার অপেক্ষায় ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। দল দুটি পয়েন্ট টেবিলের ১৫তম ও ১৬তম স্থানে আছে। তলানিতে থাকলেও মৌসুমের শেষে এসে চমক দেখিয়েছে দুই ইংলিশ ক্লাব। ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে তারা। উয়েফা চ্যাম্পিয়নস লিগ এখন মাত্র এক ম্যাচের দূরত্বে দুই দলের। বৃহস্পতিবার ইউরোপের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতার ফাইনালে উঠার পর এ পুরস্কার হাতে এসেছে ইংলিশ ক্লাবের। ম্যানইউ সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে পরাজিত করেছে। ইউনাইটেডের হয়ে দুটি গোল করেন ম্যাসন মাউন্ট। একটি করে গোল করেন ক্যাসেমিরো ও রাসমুন্ড হয়লুন্ড। বিলবাওয়ের একটি গোল করেন মিকেল জোরেগিজার। দুই লেগ মিলিয়ে মোট ৭-১ ব্যবধানে জিতে শিরোপা নির্ধারণী ম্যাচের অপেক্ষায়। অন্যদিকে, টটেনহ্যাম গ্লিমেটের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে। ইংলিশ ক্লাবটির হয়ে একটি করে গোল করেছেন ডমিনিক সোলাঙ্কে ও পেদ্রো পোরো। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে ফাইনালে পৌঁছেছে টটেনহ্যাম। এটি ছয় বছরে দ্বিতীয়বারের মতো একটি সম্পূর্ণ ইংলিশ ইউরোপা লিগ ফাইনাল হতে চলেছে। শেষবার ২০১৯ সালে চেলসি এবং আর্সেনাল একে অপরের মুখোমুখি হয়। সেবার ফাইনালে চেলসি শিরোপা জিতে যায়। ২১ মে বিলবাওয়ের মাঠ সান মামেসে ‘অল ইংলিশ’ ফাইনালে টটেনহ্যামের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যাম সর্বশেষ ইউরোপা লিগ জিতেছে ১৯৮৩-৮৪ মৌসুমে।