এল ক্ল্যাসিকোর লড়াই সব সময়ই ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের। লা লিগায় এ লড়াইয়ের রয়েছে ভিন্ন তাৎপর্য। বিশেষ করে মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোর। বহু বছর ধরেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এ লড়াই লা লিগার শিরোপা নির্ধারণ করেছে। গতকালও ছিল এমনই এক লড়াই। বার্সেলোনার মাঠ অলিম্পিক স্টেডিয়ামে খেলতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। লা লিগার চলতি মৌসুমে শেষ এল ক্ল্যাসিকো। এ লড়াই দুই দলের কাছেই ছিল গুরুত্বপূর্ণ। বিশেষ করে রিয়াল মাদ্রিদের কাছে। চলতি মৌসুমে আগের তিনটি এল ক্ল্যাসিকোতেই জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগায় গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের মাঠে বার্সেলোনা জয় পায় ৪-০ গোলে। এরপর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। কোপা দেল রে কাপের ফাইনালে পরাজিত করে ৩-২ গোলে। গতকাল প্রতিশোধের মিশন নিয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে ম্যাচের শুরুর দিকেই দুটি গোল করে প্রতিশোধ নেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন। তবে প্রথমার্ধ্বেই এক হালি গোল দিয়ে গার্সিয়া, ইয়ামাল, রাফিনহারা রিয়াল মাদ্রিদকে কোণঠাসা করে ফেলেন। শেষ পর্যন্ত ম্যাচটা বার্সেলোনা জয় করে ৪-৩ ব্যবধানে। কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি। তিনি ম্যাচের ৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। এরপর ১৪ ও ৭০ মিনিটে আরও দুটি গোল করেন। বার্সেলোনার পক্ষে এরিক গার্সিয়া (১৯ মিনিট), লামিন ইয়ামাল (৩২ মিনিট) এবং রাফিনহা (৩৪ ও ৪৫ মিনিট) গোল করেন। শেষ দিকে বার্সেলোনার একটা গোল ভিএআর দেখে বাতিল করেন রেফারি। চলতি মৌসুমে টানা চারটা এল ক্ল্যাসিকো জয় করল বার্সেলোনা। টানা চার বা তার বেশি এল ক্ল্যাসিকে জয়ের রেকর্ড দ্বিতীয়বারের মতো করল বার্সেলোনা। এর আগে পেপ গার্ডিওলার অধীনে বার্সেলোনা এ রেকর্ড গড়েছিল ২০০৮ সালের ডিসেম্বর থেকে ২০১০ সালের নভেম্বর পর্যন্ত। সে সময় টানা পাঁচ ম্যাচে রিয়ালকে হারিয়েছিল বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের দলও সেই রেকর্ডের দিকেই ছুটছে। গতকালের জয়ে বার্সেলোনার শিরোপা প্রায় নিশ্চিত হয়েই গেল। হাতে থাকা তিন ম্যাচের মধ্যে একটা জিতলেই চ্যাম্পিয়ন হবে কাতালানরা। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে রিয়ালের সংগ্রহ ৭৫ পয়েন্ট।
শিরোনাম
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
- আগামী সপ্তাহের যেকোনও সময় গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫১
- ‘নারীকে অধিকারহীন রেখে কোনভাবেই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়’
রিয়ালকে হারিয়ে শিরোপার কাছে বার্সা
এল ক্ল্যাসিকো
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর