এল ক্ল্যাসিকোর লড়াই সব সময়ই ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের। লা লিগায় এ লড়াইয়ের রয়েছে ভিন্ন তাৎপর্য। বিশেষ করে মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোর। বহু বছর ধরেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এ লড়াই লা লিগার শিরোপা নির্ধারণ করেছে। গতকালও ছিল এমনই এক লড়াই। বার্সেলোনার মাঠ অলিম্পিক স্টেডিয়ামে খেলতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। লা লিগার চলতি মৌসুমে শেষ এল ক্ল্যাসিকো। এ লড়াই দুই দলের কাছেই ছিল গুরুত্বপূর্ণ। বিশেষ করে রিয়াল মাদ্রিদের কাছে। চলতি মৌসুমে আগের তিনটি এল ক্ল্যাসিকোতেই জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগায় গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের মাঠে বার্সেলোনা জয় পায় ৪-০ গোলে। এরপর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। কোপা দেল রে কাপের ফাইনালে পরাজিত করে ৩-২ গোলে। গতকাল প্রতিশোধের মিশন নিয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে ম্যাচের শুরুর দিকেই দুটি গোল করে প্রতিশোধ নেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন। তবে প্রথমার্ধ্বেই এক হালি গোল দিয়ে গার্সিয়া, ইয়ামাল, রাফিনহারা রিয়াল মাদ্রিদকে কোণঠাসা করে ফেলেন। শেষ পর্যন্ত ম্যাচটা বার্সেলোনা জয় করে ৪-৩ ব্যবধানে। কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি। তিনি ম্যাচের ৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। এরপর ১৪ ও ৭০ মিনিটে আরও দুটি গোল করেন। বার্সেলোনার পক্ষে এরিক গার্সিয়া (১৯ মিনিট), লামিন ইয়ামাল (৩২ মিনিট) এবং রাফিনহা (৩৪ ও ৪৫ মিনিট) গোল করেন। শেষ দিকে বার্সেলোনার একটা গোল ভিএআর দেখে বাতিল করেন রেফারি। চলতি মৌসুমে টানা চারটা এল ক্ল্যাসিকো জয় করল বার্সেলোনা। টানা চার বা তার বেশি এল ক্ল্যাসিকে জয়ের রেকর্ড দ্বিতীয়বারের মতো করল বার্সেলোনা। এর আগে পেপ গার্ডিওলার অধীনে বার্সেলোনা এ রেকর্ড গড়েছিল ২০০৮ সালের ডিসেম্বর থেকে ২০১০ সালের নভেম্বর পর্যন্ত। সে সময় টানা পাঁচ ম্যাচে রিয়ালকে হারিয়েছিল বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের দলও সেই রেকর্ডের দিকেই ছুটছে। গতকালের জয়ে বার্সেলোনার শিরোপা প্রায় নিশ্চিত হয়েই গেল। হাতে থাকা তিন ম্যাচের মধ্যে একটা জিতলেই চ্যাম্পিয়ন হবে কাতালানরা। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে রিয়ালের সংগ্রহ ৭৫ পয়েন্ট।
শিরোনাম
- যে কারণে ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে নরওয়ে
- আইভীর জামিন নামঞ্জুর
- ১৭ ও ২৪ মে শনিবার চলবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
- বলিউড তারকারা কেন নীরব? জবাব দিলেন জাভেদ আখতার
- র্যাব পুনর্গঠন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- বিলুপ্তির পথে উল্লুক ও চশমাপরা হনুমান
- কোটালীপাড়ায় মঙ্গলবার দিনব্যাপী কবি সুকান্ত মেলা
- দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন করলে ভারতে যাওয়ার প্রয়োজন নেই : রিজভী
- শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫ অভিযোগ
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬৬৫ জন
- ‘সড়ক ও মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না’
- ইউক্রেনে যুদ্ধ বন্ধে ‘বাধ্যতামূলক শান্তি চুক্তি’ করার আহ্বান চীনের
- পরীক্ষার মুখে ভারতের কূটনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, রয়টার্সের বিশ্লেষণ
- সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল
- বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে ইউজিসি
- তেজগাঁওয়ে এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার
- টাইগারদের নতুন পেস বোলিং কোচ টেইট
- ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ
- রাজধানীতে হিটস্ট্রোক সেন্টার উদ্বোধন, মিলবে বিনামূল্যে চিকিৎসা সেবা
- কোরবানির পশু পরিবহনে চালানো হবে ৩ ট্রেন
রিয়ালকে হারিয়ে শিরোপার কাছে বার্সা
এল ক্ল্যাসিকো
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর