ইতালিয়ান লিগ সিরিএ-তে শিরোপার লড়াইটা বেশ জমে উঠেছে। লড়াইটা এখন দ্বিমুখী। তিনবারের চ্যাম্পিয়ন নেপোলির সঙ্গে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে ২০ বারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে। মৌসুমের শেষে এসে ইন্টারের সামনে এখন ডাবল শিরোপা জয়ের হাতছানি। একদিকে ইতালিয়ান সিরিএ’র শিরোপা ধরে রাখার লড়াই, অন্যদিকে ২০০৯-১০ মৌসুমের পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি পুনরুদ্ধারের আশা লটারো মার্টিনেজের ইন্টারের সামনে। লিগের ৩৬ ম্যাচে ২৩ জয়, ৯ ড্র ও ৪ হারে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ২০২২-২৩ মৌসুমের শিরোপাধারী নেপোলি। যদিও গতকাল জেনোয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা। যার ফলে পয়েন্টের ব্যবধান বাড়াতে পারল না নেপলসের ক্লাবটি। কেননা বর্তমান চ্যাম্পিয়ন ইন্টারের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এখন মাত্র ১। শীর্ষে থাকা নাপোলির ঘাড়েই নিঃশ্বাস ফেলছে লটারো মার্টিনেজের ইন্টার। শেষ ম্যাচে টরিনোর বিপক্ষে ২-০ গোলে জিতে লিগের আশা বাঁচিয়ে রেখেছে ইন্টার। সমান ৩৬ ম্যাচে ২৩ জয়, ড্র ৮ ও ৫ হারে দুইয়ে থাকা ইন্টারের পয়েন্ট ৭৭। এদিন লিগ শিরোপা ধরে রাখতে ম্যাচে নিয়মিত অনেককেই খেলাননি ইন্টার কোচ সিমোনে ইনজাগি। স্ট্রাইকার ও অধিনায়ক লাটারো মার্টিনেজ, গোলকিপার ইয়ান সমের, মিডফিল্ডার দাভিদে ফ্রাত্তেসিকে রাখেননি শুরুর একাদশে। ইতালিয়ান লিগের বাকি আর দুই রাউন্ডের খেলা। শিরোপা উঁচিয়ে ধরতে নাপোলি ও ইন্টার মিলানকে বাকি দুই ম্যাচ জিততেই হবে। এদিকে আগামী ৩১ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তিনবারের ইউরোপ সেরার শিরোপাধারীদের প্রতিপক্ষ পিএসজি। তাই কোচকে বেশ সতর্কতার সঙ্গে মাঠে নামাতে হচ্ছে খেলোয়াড়দের। একদিকে বর্তমান চ্যাম্পিয়নদের সামনে শিরোপা ধরে রাখার হাতছানি, অন্য দিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি পুনরুদ্ধারের ফাইনাল। তাই মৌসুমের শেষে এসে দুই শিরোপার চূড়ায় উঠতে সীমিত রসদ নিয়ে সতর্ক পায়ে আগাচ্ছে ইন্টার। কোচ সিমোনে ইনজাগি জানান, ম্যানচেস্টার সিটি, পিএসজির মতো বিশাল বাজেট নেই তাদের- এটা মেনে নিয়েই হৃদয় দিয়ে লড়াই করে লক্ষ্যে পৌঁছাতে চান ইন্টার মিলান কোচ।
শিরোনাম
- ইরানে ইসরায়েলি হামলায় নিন্দা পুতিনের
- ৫৩ বছর ইমামতি শেষে গ্রামবাসীর সম্মাননা পেলেন মাওলানা কবির
- ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত ও পাইলট আটকের দাবি ইরানের
- ইসরায়েলে দুই শতাধিক মিসাইল হামলা ইরানের
- ‘ইহুদিবাদীদের বর্বরোচিত হামলার জবাব’
- ইসরায়েলিদের নতুন করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ আইডিএফের
- ‘নরকের দরজা খুলে যাবে ইসরায়েলের জন্য’
- দক্ষিণ আফ্রিকায় মুক্তিপণ না পেয়ে বাংলাদেশিকে হত্যা
- কুষ্টিয়ায় পিসিআর ল্যাবের সব যন্ত্রাংশ চুরি, আতঙ্কিত জনসাধারণ
- কাজীরহাট-আরিচা নৌরুটে যাত্রীর চাপ, গরমে অতিষ্ঠ যাত্রীরা
- ইরানকে চুক্তির আহ্বান ট্রাম্পের, নইলে আরও ‘ভয়াবহ হামলার’ হুঁশিয়ারি
- আত্মগোপনে নেতানিয়াহু!
- বরিশালে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি গঠন
- নোয়াখালীতে ৮ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
- শনিবার দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা
- সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৬৭
- মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল একজনের
- সুন্দরবনে হরিণ শিকারের ১৩৫ ফাঁদ জব্দ
- নাফনদে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
- ঝিনাইদহে বিএনপি নেতার সভায় ককটেল বিস্ফোরণ
ইন্টার মিলান না নেপোলি
কার ঘরে সিরি এ শিরোপা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর