আরব আমিরাতে টি-২০ সিরিজ খেলতে গিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কথা বলেছিলেন অধিনায়ক লিটন দাস। প্রথম ম্যাচে জয় পেয়ে তার প্রমাণও দিয়েছিলেন। তবে পরের দুই ম্যাচে টানা হেরে সিরিজেই পরাজিত হলো লিটনবাহিনী। গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে সাত উইকেটে পরাজিত হয়েছে টাইগাররা। বাংলাদেশের ১৬২ রানের জবাবে ১৬৬ করে আমিরাত। ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। পারভেজ ইমন এবং তাওহিদ হৃদয় শূন্য (০) রানেই সাজঘরে ফেরেন। অধিনায়ক লিটন দাসও মাত্র ১৪ রান করে আউট হন। ওপেনার তানজিদ ৪০ রান করলেও একে একে উইকেটের পতন চলতেই থাকে। মেহেদী হাসান ২ রান করে উইকেট ছাড়েন। জাকের আলি ৩৪ বলে ৪১ রান করে রানের গতি সচল রাখেন। তবে শামীম হোসেন (৯ রান), রিশাদ হোসেন (০) এবং তানজিম সাকিবরা (৬ রান) বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। শেষদিকে হাসান মাহমুদ (১৫ বলে ২৬ রান) এবং শরিফুল (৭ বলে ১৬ রান) দ্রুত গতিতে রান তুলে দলকে ১৬২ রানে পৌঁছে দেন। আরব আমিরাতের পক্ষে হায়দার আলি মাত্র ৭ রানে ৩ উইকেট শিকার করেন। এ ছাড়া সগির খান ও মতিউল্লাহ ২টি করে এবং আকিফ ও পরাশার ১টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে আমিরাতের ওপেনার ওয়াসিম ৯ রানে আউট হলেও দলের হাল ধরেন জোহাইব-আলিশান। এই জুটি আরব আমিরাতকে ৪৪ রান উপহার দেয়। জোহাইব ২৯ রানে আউট হলেও উইকেটে টিকে থাকেন আলিশান। রাহুল চোপড়াকে ১৩ রানে শিকার করে তানজিম সাকিব কিছুটা আশা জাগিয়েছিলেন। তবে বাংলাদেশের বোলারদের তুলাধুনো করে ছাড়েন আলিশান ও আসিফ খান। আলিশান ৪৭ বলে ৬৮ রান করেন। তিনি ৫টি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকান। আসিফ খান ২৬ বলে ৪১ রান করেন। তিনি কোনো চার না মারলেও ৫টি ছক্কা হাঁকান।
এসিসি প্রিমিয়ার কাপ, নামিবিয়া ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং গালফ টি-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পর বাংলাদেশের বিপক্ষেও সিরিজ জিতলো দলটা।