সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের ইনিংসের শুরুতে ইনজুরিতে পড়েন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। পাকিস্তানের ইনিংসের বোলিংয়ের সময় দ্বিতীয় ওভারের তৃতীয় বলে গ্রোইংয়ে টান পড়ে। এরপর পুরো ম্যাচে আর বোলিং করতে পারেননি। সিরিজের তৃতীয় ম্যাচে আজ খেলতে পারবেন না। গ্রোইনে টান পড়ায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে শরিফুলকে। বাঁ-হাতি পেসারকে ছাড়াই বাংলাদেশ আজ সিরিজের শেষ ম্যাচে খেলতে নামছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টানা দুই ম্যাচ জিতে এর মধ্যে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। আজ তৃতীয় ম্যাচ লিটনদের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের কাছে দুটি করে ৪ ম্যাচ হেরে র্যাংকিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের। পয়েন্ট হারিয়ে ৯ থেকে ১০ নম্বরে নেমে গেছে। শুধু টি-২০ র্যাংকিং নয়, টেস্ট ও ওয়ানডেতেও অবনমন হয়েছে টাইগারদের। প্রথম টি-২০ ম্যাচে পাকিস্তানের ৬ উইকেটে ২০১ রানের জবাবে ৩৭ রানে হেরে গেছে লিটন বাহিনী। দ্বিতীয় ম্যাচে হার মানে ৫৭ রানে। প্রথম ম্যাচে লিটন বাহিনী ব্যাটাররা লড়াই করার চেষ্টা করেছেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ২০১ রানের জবাবে লিটন বাহিনী ১৪৪ রানে গুটিয়ে যায়। এই রানটিও করতে পারত না, যদি না ৯ নম্বরে তানজিদ সাকিব ৫০ রানের ইনিংসটি না খেলতেন। পেসার তানজিদ সাকিব ৩১ বলের ইনিংসে একটি চার ও ৫টি ছক্কা মারেন। সিরিজ হেরে আগের ম্যাচের মতো দোষ খুঁজেছেন দলের। টাইগার অধিনায়ক লিটন শরিফুলের ইনজুরিকে ম্যাচ হারের মোমেন্টাম বলেন, ‘আমার মতে, যখন শরিফুল চোটে পড়ল, মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে গেছে। কারণ আমরা জানি, বোলিংয়ে আমাদের ঘাটতি আছে।’ ২০২ রানের ১৯ ওভারে অলআউট হয়ে যায়। তানজিম সাকিব ছাড়া বাঁ-হাতি ওপেনার তানজিম তামিম ৩৩ ও মেহেদি হাসান মিরাজ ২৩ রান করেন। ১৪৪ রানে অলআউট হওয়ার পর বলেন, ‘তবু আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। এই উইকেটে ২০০ রান... আমি যে কোনো (রান তাড়ার জন্য) ব্যাটিং করতে চাইব। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটি করতে পারিনি।’ লিটন দ্বিতীয়বার অধিনায়ক হওয়ার পর টানা চারটি ম্যাচ হেরেছেন লিটন। শারজাহতে প্রথম টি-২০ ম্যাচে আমিরাতকে হারানোর পরের দুটি হেরে যায়। এরপর পাকিস্তানের কাছে হেরে যায় টানা দুই ম্যাচ। আজ হারলে হোয়াইটওয়াশ হবে। ম্যাচটিতে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর টাইগার অধিনায়ক, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’
শিরোনাম
- রাজা চার্লসের আমন্ত্রণে যুক্তরাজ্য সফর করবেন ট্রাম্প
- রাবিতে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে ফুডকার্ট হাতিয়ে নেওয়ার অভিযোগ
- রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আয়কর রিটার্ন ছাড়া মিলবে না ৩৯ ধরনের সেবা
- মার্কিন শুল্ক আলোচনার বাস্তবসম্মত সমাধানের আহ্বান জার্মানির
- ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
- ক্রাইম জোন তিন সিটি
- ২৭ বছর পর গানে ফিরলেন আমির খান
- জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চক্রান্ত চলছে : মির্জা ফখরুল
- গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে আজ চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- রিটার্নিং-প্রিজাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে : সিইসি
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে : ম্যাক্রোঁ
- চ্যাটবট জেমিনিতে এলো নতুন ফিচার
- এখনো স্বজনদের খুঁজে ফেরেন বসনিয়ার মুসলিমরা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৪ জুলাই)
- উইম্বলডনে আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন সিনার
- লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল টাইগাররা
- কর্নেল ইভাল হত্যা: রুশ গুপ্তচরদের হত্যা করল ইউক্রেন
- শেষ মুহূর্তের গোলে নেপালকে হারাল বাংলাদেশ