বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হতে ফের আগ্রহ প্রকাশ করেছেন তাইজুল ইসলাম। এর আগেও অধিনায়ক হতে একবার ইচ্ছা পোষণ করেছিলেন। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাঁ-হাতি স্পিনারের বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি। গতকাল ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঁ-হাতি স্পিনার ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, ‘আমি কখনোই ভাবিনি অধিনায়কত্ব লোভের বিষয়। আমার বিশ্বাস, একজন অধিনায়ককে সম্মান করা এবং তার কথাকে গুরুত্ব দেওয়া উচিত। আমি মনে করি, আমার ভিতর নেতৃত্ব দেওয়ার সামর্থ্য আছে।’ বাঁ-হাতি স্পিনার কেন টাইগারদের টেস্ট অধিনায়ক হতে চান, তার ব্যাখ্যা দিয়েছেন। যুক্তি তুলে দিয়েছেন, ‘একজন অধিনায়ক হিসেবে দৃষ্টিভঙ্গি থাকা জরুরি। দুই বছর পর দলকে কোথায় দেখতে চান, সেটা একজন অধিনায়কের লক্ষ্য থাকতে হয়। একই দৃষ্টিভঙ্গি টিম ম্যানেজমেন্ট ও বোর্ড কর্মকর্তাদেরও থাকা দরকার।’
শ্রীলঙ্কার সিরিজ শেষে টেস্ট নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। এর ফলে টেস্ট ফরম্যাটের নেতৃত্বের জায়গাটি এখন শূন্য। টি-২০ ফরম্যাটের অধিনায়ক লিটন দাস এবং ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তাইজুল বাংলাদেশের একমাত্র টেস্ট স্পেশালিস্ট স্পিনার। বাঁ-হাতি স্পিনার ৫৫ টেস্টে উইকেট নিয়েছেন ২৩৭টি।