এশিয়া কাপ ক্রিকেট শুরু ৯ সেপ্টেম্বর। টুর্নামেন্টে বাংলাদেশের খেলা ১১ সেপ্টেম্বর হংকং, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। সব খেলা হবে আবুধাবিতে। এশিয়া কাপ সামনে রেখে বিসিবি গতকাল ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। লিটন দাসকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও বাঁ হাতি ওপেনার সৌম্য সরকার। ৬ সেপ্টেম্বর প্রাথমিক দলের ফিটনেস ক্যাম্প শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে সিলেটে মূল দল স্কোয়াড ক্যাম্প করবে। সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলবে লিটন বাহিনী। ম্যাচগুলোর সম্ভাব্য স্ক্যাজুয়াল ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর। ম্যাচগুলো হবে সিলেটে।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনীক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন ও সাইফ হাসান।