কানাডিয়ান ওপেনের প্রথম রাউন্ড জিতেই খুশি ছিলেন স্বাগতিক ভিক্টোরিয়া এমবোকো। ট্রফি উঁচিয়ে ধরা তো দূরের কথা, কখনো ফাইনালে খেলার কথাও ভাবেননি ১৮ বছর বয়সি এ তরুণী। অথচ ফাইনালের শিরোপা জয়ের পথে হারিয়েছেন সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনা, শীর্ষ বাছাই কোকো গাউফ, সাবেক অস্ট্রেলিয়ান ওপেন শিরোপাজয়ী সোফিয়া কেনিনের মতো খেলোয়াড়দের। গতকাল কানাডিয়ান ওপেনের নারী এককের ফাইনালে মুখোমুখি হন এমবোকো ও সাবেক শীর্ষ তারকা ও চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাওমি ওসাকা। মন্ট্রিলে ১১ হাজার দর্শকের সামনে শিরোপার লড়াইয়ে জাপানের তারকা ওসাকাকে ২-৬, ৬-৪, ৬-১ গেমে হারিয়ে দেন কানাডার তরুণী এমবোকো। প্রথম সেটে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতে নেন তিনি। এদিকে ছেলেদের ফাইনালে ক্যারেন খাচানভকে ৬-৭ (৫-৭), ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের বেন শেলটন। এমবোকোর ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ ট্রফি জয়। র্যাঙ্কিংয়ের ৩৩৩ নম্বরে থেকে বছর শুরু করা ভিক্টোরিয়া এমবোকো অবিস্মরণীয় এ সাফল্যের পর ৩৪ নম্বরে উঠতে পারেন। শিরোপা জয়ের পর তিনি বলেন, ‘যখন প্রথম রাউন্ড জিতলাম, তখন খুব খুশি ও তৃপ্ত ছিলাম। টুর্নামেন্ট জেতা তো দূরের কথা, কখনো ভাবিনি আমি ফাইনালে উঠতে পারব। আমার মাথায় এত কিছু খুরপাক খাচ্ছে যে, ভাষায় প্রকাশ করতে পারছি না।’
এ বছর ফরাসি ওপেনে তৃতীয় ও উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন কানাডিয়ান এ তরুণী। এখন ২৪ আগস্ট শুরু হওয়া ইউএস ওপেনে চোখ তার।