বয়স ১৭ বছর ৩১১ দিন। ঠিক সেদিনই আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হয় জ্যাক ভুকুসিচের। বৃহস্পতিবার সাইপ্রাসের বিপক্ষে ৪ ম্যাচের টি-২০ সিরিজে ক্রোয়েশিয়ার হয়ে নেতৃত্ব দেন ভুকুসিচ। আর তাতেই আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কম বয়সি অধিনায়ক হন তিনি। নেতৃত্বের অভিষেকের দিনটা ভালো যাননি ভুকুসিচের। তার নেতৃত্বে সাইপ্রাসের কাছে হেরেছে ক্রোয়েশিয়া। এর আগে সবচেয়ে কম বয়সে অধিনায়কের রেকর্ডটি ছিল নোমান আমজাদের দখলে।
২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১৮ বছর ২৪ দিনে ফ্রান্সের অধিনায়কত্ব করেন আমজাদ। আইসিসির পূর্ণ সদস্য দেশের মধ্যে সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডটি রশিদ খানের দখলে।