নুরুল হাসান সোহান, জিসান আলমদের জন্য টপ অ্যান্ড টি-২০ টুর্নামেন্টের সেমিফাইনাল এখন দূরাগত। ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দল গতকাল জিতলে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকত। কিন্তু হেরে বাদ পড়ার পাইপলাইনে উঠেছে। হেরেছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে। অ্যাডিলেডে টুর্নামেন্টে চতুর্থ জয় উপহার দিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রেখেছেন ম্যাকেঞ্জি হার্ভে। বাঁ হাতি ওপেনার তাঁর টি-২০ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করে ১১ দলের আসর থেকে ছিটকে দিয়েছেন সোহান বাহিনীকে। ‘এ’ দল ছয় ম্যাচে চতুর্থবার হারল। ম্যাচসেরা হার্ভে ৫৩ বলে ১৯২.৪৫ স্ট্রাইক রেটে ১৫ চার ও ১ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন। হার্ভে সেঞ্চুরি করেন আবার ডিপ পয়েন্টে বাউন্ডারি মেরে। দুই দলের স্কোর যখন ‘টাই’, ১৭৫ রান, তখন হার্ভে ৯৮ রানে ব্যাট করছেন। মৃত্যুঞ্জয়কে পয়েন্ট দিয়ে বাউন্ডারি মেরে পৌঁছে যান ৩ অঙ্কের জাদুকরী ঘরে। টস জিতে ব্যাটিং করে বাংলাদেশ ‘এ’। ওপেনার জিসান আলমের ৫০ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান করে। জিসান ৫০ রানের ইনিংস খেলেন ৩৮ বলে ৫ চার ও ১ ছক্কায়।
টুর্নামেন্টে অবশ্য আরও একটি হাফসেঞ্চুরির ইনিংস খেলেছেন জিসান। নেপালের বিপক্ষে ৭৩ রান করেছিলেন। টুর্নামেন্টে ‘এ’ দলের পক্ষে সবচেয়ে বেশি ধারাবাহিক ব্যাটিং করছেন আফিফ হোসেন। গতকাল খেলেছেন ৪৯ রানের অপরাজিত ইনিংস। ২৩ বলের ইনিংসটিতে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। আগের পাঁচ ম্যাচে তাঁর ইনিংসগুলো যথাক্রমে ০, ৪১*, ৪২*, ৪৮* ও ৬। অধিনায়ক সোহান করেন ৫ রান। ১৭৬ রানের টার্গেট ১৮.১ ওভারে টপকে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি।
সোহান বাহিনীর পক্ষে ২ উইকেট নেন অফ স্পিনার সাইফ হাসান। টুর্নামেন্টে ছয় ম্যাচে পাঁচ জয়ে সবার ওপরে শিকাগো কিংস ম্যান। ছয় ম্যাচে চারটি করে জয় পেয়েছে পাকিস্তান শাহিনস, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও পার্থ স্কোরচার্স। তিনটি করে ম্যাচ জিতেছে মেলবোর্ন স্টার্স, মেলবোর্ন রেনেগেডস ও নর্দার্ন টেরিটরি।