চট্টগ্রাম টেস্টের তৃতীয় তিন আজ বৃহস্পতিবার নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করেছে টাইগাররা। সফরকারী শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৫৮৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শুরুতেই তামিমের উইকেট হারায় বাংলাদেশ।
শামসুর রহমান ও ইমরুল কায়েসের জোর প্রতিরোধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শামসুর রহমান (৪৫) ও ইমরুল কায়েস (৩৬) রান নিয়ে ব্যাটিং শুরু করেছেন।
ওপেনার তামিম ইকবাল তার নিজের মাঠে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শূন্যহাতে সাজঘরে ফিরে যান। দলীয় সংগ্রহও তখন ছিল শূন্য। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দিনের অবশিষ্ট সময় ব্যাট করে ৩১ ওভারে ১ উইকেটে ১০০ রান করেছে স্বাগতিকরা। দিনশেষে অপরাজিত শামসুর রহমান (৫১) ও ইমরুল কায়েস (৪৪) রানে।