চট্টগ্রাম টেস্টের তৃতীয় তিন বৃহস্পতিবার ব্যাটিংয়ে নেমে জোড়া সেঞ্চুরি করলেন বাংলাদেশের শামসুর রহমান ও ইমরুল কায়েস। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৫৮৭ রানের জবাবে এই জুটি জোড়া সেঞ্চুরি উপহার দিলো ক্রিকেট ভক্তদের।
টেস্টে এই দুই খেলোয়ার প্রথমবারের মতো সেঞ্চুরির স্বাদ পেলেন। এছাড়া দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশিদের এটাই সর্বোচ্চ রান।
৫৭ ওভারে এক উইকেটে ২১৬ রান সংগ্রহ করেছে টাইগাররা। ওপেনার শামসুর রহমান ১৯১ বল খেলে ১০৬ রান করে মেন্ডিসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। অন্যদিকে ইমরুল কায়েস সংগ্রহ ১৮৯ বলে ১০২ রান।
আগের দিন বুধবার ওপেনার তামিম ইকবাল তার নিজের মাঠে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শূন্যহাতে সাজঘরে ফিরে যান। দলীয় সংগ্রহও তখন ছিল শূন্য। এরপর দিনের অবশিষ্ট সময় ব্যাট করে ২৫ ওভারে ১ উইকেটে ৮৬ রান করেছে স্বাগতিকরা। দিন শেষে অপরাজিত ছিলেন শামসুর রহমান (৪৫) ও ইমরুল কায়েস (৩৬) রানে।