ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিকো মাদ্রিদকে পাত্তাই দেয়নি রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে'র সেমিফাইনালের প্রথম লেগে নগরপ্রতিদ্বন্দ্বীকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে গ্যালাকটিকোরা। অন্যদিকে ক্যাম্প ন্যু-তে প্রথম লেগে জয় পেয়েছে বার্সেলোনাও। রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে কোপা দেল রে'র ফাইনালে এক পা দিয়ে রাখল কাতালানরাও।
রিয়াল মাদ্রিদের কাছে ম্যাচটি ছিল প্রতিশোধের মিশন। গত বছরের ফাইনালে তারা এই সান্টিয়াগোতেই অ্যাথলেটিকোর কাছে পরাজিত হয়েছিল। তাই ম্যাচের শুরু থেকেই সাবধান ছিল রিয়াল। খেলার ১৭ মিনিটে ডিফেন্ডার পেপের শট এমিলিয়ানো ইসুনার গায়ে লেগে জালে জড়ালে রিয়াল এগিয়ে যায়। ইনজুরি আক্রান্ত গ্যারেথ বেলের পরিবর্তে মাঠে নামা জেসে রদ্রিগেজ ৫৭ মিনিটে গ্যালাকটিকোদের আবারও এগিয়ে দেন। ৭৩ মিনিটে রিয়ারের হয়ে তৃতীয় গোলটি করে ডি মারিয়া। অবশ্য আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট অ্যাথলেটিকোর ডিফেন্ডার মিরান্ডাকে লেগে জালে জড়িয়ে যায়। এই পরাজয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা শেষ হলো অ্যাথলেটিকোর।
বার্সেলোনার জয়ের ছিল ভাগ্যের ছোঁয়া। তারা এ ম্যাচে একটি আত্দঘাতী গোল পেয়েছে। ৬০ মিনিটে সোসিয়েদাদের খেলোয়াড় ইনাট জুবিকারাইর আত্মঘাতী গোলই কাতালানদের জয় নিশ্চিত করে। অবশ্য এর আগে প্রথমার্ধের শেষ মিনিটেই এগিয়ে যায় তারা। সার্জিও বাসকোয়েট ৪৪ মিনিটে প্রথম গোল করেছিলেন। এই ম্যাচেও গোলের দেখা পানটি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। টানা পাঁচ ম্যাচে গোলবিহীন থাকলেন তিনি। তবে ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু ভাগ্য সহায় ছিল না তার।
ম্যাচের দ্বিতীয়ার্ধে বার্সার বিরুদ্ধে ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে সোসিয়েদাদকে। গোল হজমের পর রেফারির সঙ্গে বিরোধে জড়ালে ডিফেন্ডার ইনিগো মার্টিনেজকে লাল কার্ড দেখানো হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু একমাত্র আত্দঘাতী গোল ছাড়া তারা সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। জয় পেলেও বার্সেলোনার এমন পারফরম্যান্সে খুশি হতে পারেননি ভক্তরা। কোচও সন্তুষ্ট নন। তবে অ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে দারুণ জয়ে মহাখুশি রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি মনে করেন, দায়িত্ব নেওয়ার পর এটাই রিয়ালের সেরা ম্যাচ ছিল। আনচেলত্তি বলেছেন, 'অবশ্যই এটা রিয়ালের সেরা পারফরমেন্স। এই ম্যাচে আমাদের প্রতিপক্ষ ছিল অনেক শক্তিশালী। অ্যাথলেটিকো মাদ্রিদ একটি আগ্রাসী দল। তারা যেকোনো দলকে অনায়াসে হারিয়ে দেওয়ার সামর্থ রাখে। তাদেরকে হারাতে পেরে ভালোই লাগছে। এ ম্যাচে খেলোয়াড়রা দারুণ খেলেছে। খেলা দেখে আমি রীতিমতো অভিভূত। টেকনিক-ট্যাকটিস সব দিক দিয়ে এগিয়ে ছিল রিয়াল। আমার বিশ্বাস, আমাদের খেলায় এই ধারাবাহিকতা থাকবে।'