অনূধর্্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে শিরোপা জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এ আসরে অংশ নিতে আগামীকাল ঢাকা ছাড়বেন যুবরা। যাওয়ার আগে দলের লক্ষ্য নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মিডিয়া কক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন কোচ মিজানুর রহমান বাবুল, খালেদ মাহমুদ সুজন ও অধিনায়ক মেহেদী হাসান সিরাজ। মেহেদী দৃঢ় কণ্ঠে বলেছেন, টুর্নামেন্টে বাংলাদেশের একটাই লক্ষ্য শিরোপা। তিনি বলেন, দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না। বিকেএসপিতে আমরা বেশকটি প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করি। চার ম্যাচে জয় ছাড়াও ব্যাটসম্যানরা ভালোই করেছে। এটা অবশ্যই দলের জন্য ইতিবাচক দিক। ওয়েস্ট ইন্ডিজ যুবদল সিরিজ শেষ না করে চলে গেলেও নিয়মিত অনুশীলন চালিয়ে গেছি।
অবশ্য পুরো সিরিজ খেলতে পারলে প্রস্তুতি সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যেত। দলের লক্ষ্য সম্পর্কে অধিনায়ক বলেন, শিরোপার আশা করছি। তবে তার আগে গ্রুপের প্রতিটি ম্যাচে জিততে হবে। উল্লেখ্য, বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নামিবিয়া। ১৫ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে মেহেদীরা লড়বে আফগানিস্তানের বিপক্ষে।