অকল্যান্ড টেস্টের প্রথম দিনেই ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থানে স্বাগতিক নিউজিল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে দিন শেষে কিউইরা ৪ উইকেটে ৩২৯ রান করেছে। উইলিয়ামসন ১১৩ রানে বিদায় নিলেও ম্যাককালাম ১৪৩ রানে অপরাজিত আছেন।
অবশ্য দিনের শুরুটা কিন্তু ছিল ভারতেরই। মাত্র ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। এরপর উইলিয়ামসনের সঙ্গে অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম জুটি ২২১ রানের জুটি গড়ে স্বাগতিকদের বিপদ মুক্ত করেন। আউট হওয়ার আগে কেন উইলিয়ামসন করেছেন ১১৩ রান। ১৭২ বলে ১০টি বাউন্ডারি ও দুই ছক্কায় এই রান করেন তিনি। ম্যাককালাম অপরাজিত ১৪৩ রান করেছেন ২১৩ বলে। কিউই দলপতির এটি অস্টম টেস্ট সেঞ্চুরি। ইনিংসে ১৮টি বাউন্ডারি ছাড়াও দুইটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সব মিলে প্রথম দিনটা নিজের করে নিয়েছে নিউজিল্যান্ড। নিজের ষষ্ঠ সেঞ্চুরির পর উইলিয়ামসন বলেন, 'প্রথম দিকে ব্যাট করাটা বেশ কঠিন ছিল। তবে নতুন বল সত্ত্ব্বেও মধ্যাহ্ন বিরতির পর ব্যাটিং করাটা বেশ সহজ হয়ে গেছে। ওদের দলে ভালো পেসার রয়েছে এবং তারা সেটা প্রমাণ করেছে। শুরুতে তারা আমাদের কিছুটা সমস্যায় ফেলে দিয়েছিল।' ভারতীয় পেসার ইশান্ত শর্মা বলেন, 'আমাদের কি দোষ? আমরা তো সঠিক জায়গাতেই বল করছি। তবে অবশ্যই ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে। দিনের শুরুতে আমরা ওদের কিছুটা চাপে ফেললেও সময় যত গড়িয়েছে উইকেট ততটা ব্যাটিং সহায়ক হয়ে উঠেছে।' ভারতীয় বোলারদের মধ্যে ইশান্ত শর্মা ও জহির খান দুটি করে উইকেট নিয়েছেন।