ওয়াকার ইউনূস। এক সময়ের মাঠ কাঁপানো বোলার ওয়াকার ইউনূস পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের পরবর্তী প্রধান কোচ হতে যাচ্ছেন। ডেভ হোয়াটমোরের পর তার কাধেই দায়িত্ব তুলে দিতে আগ্রহী কমিটি।
উল্লেখ্য, প্রাক্তন পাক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আক্রম এবং ইন্তিখাব আলমের কমিটি জাতীয় দলের নতুন কোচ খোঁজার দায়িত্বে রয়েছেন৷ কমিটির সবার কাছ থেকেই ওয়াকারের ব্যাপারে সবুজ সংকেত মিলেছে। এর আগে ২০১০ সালের মার্চে তিনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেন৷ এমন খবরের প্রতিক্রিয়া মিডিয়াকে ওয়াকার ইউনূস বলেছেন, যদি ফের কোচিং করানোর সুযোগ পাই তাহলে শৃঙ্খলা এবং ফিটনেসই প্রধান্য পাবে আমার কোচিংয়ে৷