চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন আজ শুক্রবার টাইগাররা ৮ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১২ রান সংগ্রহ করেছে। ফলে শনিবার চট্টগ্রাম টেস্টের চূড়ান্ত দিনে বাংলাদেশকে জয়ের জন্য আরও ৪৫৫ রান করতে হবে। অক্ষত রয়েছে সবগুলো উইকেটই।
দিনশেষে তামিম ইকবাল ৭ রানে এবং প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পাওয়া শামসুর রহমান শুভ ৪ রান নিয়ে অপরাজিত থাকেন।
এর আগে দিনের ৭ ওভার বাকি থাকতে স্বাগতিকদের চেয়ে ৪৬৬ রানে এগিয়ে থেকে অর্থাৎ ৪ উইকেটে ৩০৫ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। সাঙ্গাকারার পর এবার শতক তুলে নেন দিনেশ চান্দিমাল। মূলত তার শতক পূর্ণ হওয়ার পরেই লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ ইনিংস ঘোষণা করেন।
৪র্থ উইকেটে সাঙ্গাকারার সঙ্গে ১৪৫ রানের জুটি উপহার দেওয়ার পর চান্দিমাল অধিনায়ক ম্যাথুজের সঙ্গে ৫ম উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৮২ রান যোগ করেন। এ পথেই তিনি টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতকটি তুলে নেন ১৫৮ বলের মোকাবেলায় মাত্র ৪ বাউন্ডারির সাহায্যে।
অন্য প্রান্তে অধিনায়ক ম্যাথুজ মাত্র ৩৮ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন।
এর আগে প্রথম ইনিংসে ৩১৯ রানের অনবদ্য ইনিংস খেলা সাঙ্গাকারা দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন। তবে ৯৯ রান থেকে সোহাগ গাজীর বলে ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করা সাঙ্গাকারা পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। এ সময় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২২৩ রান। বাংলাদেশের চেয়ে ৩৮৪ রানে এগিয়ে ছিল তখন পর্যন্ত অতিথিরা।
শুক্রবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে দলীয় ৭৮ রানের মধ্যে দিমুথ করুনারত্মে, কৌশল সিলভা ও মাহেলা জয়বর্ধনের বিদায়ের পর লঙ্কানদের টেনে নিয়ে যান আগের ম্যাচের ট্রিপল সেঞ্চুরিয়ান কুমার সাঙ্গাকারা ও দিনেশ চান্ডিমাল। কুমার সাঙ্গাকারার ১০৫ রানের চমৎকার ইনিংসটি ১৪৪ বলে ১১ বাউন্ডারি এবং ২ ছক্কায় সাজানো ছিল। চা বিরতীর পর ওভার প্রতি সাড়ে ৪ রান করে ১৪৫ রান করা সাঙ্গাকারা ও চান্দিমাল জুটি বিচ্ছিন্ন হয়।