ওয়ানডের মতো টেস্টেও ভারতের অবস্থা নাস্তানাবুদ। নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারছে না ধোনির দল। অকল্যান্ড টেস্টে কিউই ব্যাটসম্যানদের তাণ্ডবের পর বোলারদের জ্বালাতনও সহ্য করতে হচ্ছে ভারতকে। প্রথম ইনিংসে অধিনায়ক বেন্ডন ম্যাককালামের ডাবল সেঞ্চুরিতে ৫০৩ রান করে স্বাগতিকরা। জবাবে দ্বিতীয় দিন শেষে ১৩০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। ব্যাটসম্যানদের দাপুটে পারফরম্যান্সের পর বোলারদের চমকে দ্বিতীয় দিনটাও নিজের করে নিয়েছে নিউজিল্যান্ড।
কাল ভারতের ইনিংসটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের ভেতর দিয়ে। মাত্র ১০ রানেই হারাতে হয় টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে। টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টের বোলিং তোপে ওপেনার শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহোলি যেন অসহায় আত্দসমর্পণ করেন। এক প্রান্ত আগলে রেখে মুরালি বিজয় মাটি কামড়ে উইকেটে পড়ে থাকলেও বেশি দূর যেতে পারেননি। দলীয় ৫১ রানের মাথায় তিনিও সাজঘরে ফিরে যান। এরপর রোহিত শর্মা এবং অজিঙ্কা রাহানে ইনিংস পুনর্গঠনে নজর দেন। শেষ পর্যন্ত দুই ব্যাটসম্যান মিলে অপরাজিত ৭৯ রানের জুটি গড়লে আলোক স্বল্পতার কারণে দিনের খেলা শেষ হয়ে যায়। রোহিত ৬৭ রানে এবং রাহানে ২৩ রানে অপরাজিত রয়েছেন।
আগের দিনের ৪ উইকেটে ৩২৯ রান নিয়ে দিনের খেলা শুরু করার পর ম্যাককালামের ঝড়ো ইনিংসে শেষ ৩১.৪ ওভারে ১৭৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ম্যাককালাম তুলে নেন তার ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। তার ২২৪ রানের ইনিংসে ২৯টি বাউন্ডারি ছাড়াও রয়েছে ৫টি বিশাল ছক্কা। গেন টার্নার (২টি), স্টেফেন ফ্লেমিং (তিনটি) এবং ম্যাথু সিনক্লেয়ারের (২টি) পর একাধিক ডাবল সেঞ্চুরি করা নিউজিল্যান্ডের চতুর্থ খেলায়াড় ম্যাককালাম।
মজার ব্যাপার হচ্ছে, ব্যাটিংয়ে নেমে মাত্র ৩০ রানেই তিন উইকেট হারিয়েছিল তারা। তারপরেও বিশাল স্কোর করতে পারায় অবাক অধিনায়ক ম্যাককালাম।