জাতীয় লিগে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন ঢাকা বিভাগের ব্যাটসম্যান শুভাগত হোম। কাল সেঞ্চুরি পেয়েছেন খুলনার তুষার ইমরানও। চারটি করে উইকেট নিয়েছেন রংপুরের আরিফুল হক, রাজশাহীর মুক্তার আলী, সিলেটের নাবিল সামাদ, ঢাকার নাজমুল অপু ও চট্টগ্রামের
আফতাব আহমেদ।
রংপুর ক্রিকেট গার্ডেন শুভাগত হোমের সেঞ্চুরিতে কাল চট্টগ্রাম বিভাগের বিরুদ্ধে ৩৭৯ রান করেছে। সর্বোচ্চ ১০৮ রান এসেছে শুভাগতের ব্যাট থেকে। এ ছাড়া মাজিদ করেছেন ৬১ রান। ব্যাটসম্যানদের দাপটের পর ঢাকার বোলারদের চাপে কোণঠাসা চট্টগ্রাম। ফলোঅনে পড়েছে তারা। প্রথম ইনিংসে মাত্র ১২৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩০ রান করতেই দুই উইকেট হারিয়েছে বন্দরনগরীর দলটি।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুরের বিরুদ্ধে রানের পাহাড় গড়েছে খুলনা। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪০৮ রান করেছে খুলনা। ১২৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তুষার ইমরান। এ ছাড়া হাফ সেঞ্চুরি করেছেন জিয়াউর রহমান ও নিজামুদ্দিন রিপন। ব্যাট করতে নেমে ১৬৭ রান করতেই পাঁচ উইকেট হারিয়েছে রংপুর। হাফ সেঞ্চুরি করেছেন আহমাদুল কবির। ৭২ রানে অপরাজিত রয়েছেন সাইমুন আহমেদ।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৩০ রান করেছে স্বাগতিকরা। হাফ সেঞ্চুরি করেছেন ফরহাদ, হামিদুল ও তাইজুল। জবাবে ব্যাট করতে নেমে ২৩১ রানেই অলআউট বরিশাল। সর্বোচ্চ ৫০ রান এসেছে কামরুল ইসলামের ব্যাট থেকে। ৪৫ রানে চার উইকেট নিয়েছেন মুক্তার আলী। তিন উইকেট নিয়েছেন দেলওয়ার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২১ রান করেছে রাজশাহী।