মুখ খুললেন পেলে
এতদিন তিনি চুপই ছিলেন ব্রাজিলের বিশ্বকাপ আয়োজন নিয়ে। তবে এতটা দেরি তারও সহ্য হলো না। অবশেষে মুখ খুলেছেন কিংবদন্তি পেলে। ব্রাজিলের এতটা আলসেমিতে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে দুঃখও পেয়েছেন ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি। 'এটা সত্যিই দুঃখজনক। ব্রাজিলের জন্য একটা সুযোগ ছিল। কেবল ফুটবলের দিক দিয়েই নয়, আমরা পর্যটকদের আকৃষ্ট করতে পারতাম ফিফা কনফেডারেশনস কাপ এবং অলিম্পিক আসরেও। এতে ব্রাজিলের রাজস্ব বৃদ্ধি পেত।' দৈনিক ও স্টাডো ডি সাউ পাওলো পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে পেলে এসব কথা বলেন। এ ছাড়া তিনি বলেন, 'আমি খুবই দুঃখিত কারণ, আয়োজক হওয়ার জন্য আমরা চারটি বছর পরিশ্রম করেছি। আমি আফ্রিকা ও এশিয়ার বেশ কয়েকটি দেশে গিয়েছি ব্রাজিলের পক্ষে ভোট চাওয়ার জন্য।' পেলে অবশ্য বিশ্বকাপ আয়োজনে দেরি হলো কেন, এর কোনো
জবাব দেননি।
পিটারসেনের ভক্ত
সারা বিশ্বেই ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনের ভক্ত রয়েছে। এবার পাওয়া গেল তার এক অন্ধ ভক্তকে। তিনি আর কেউ নন, স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। পিটারসেনের বিদায়টা যেন ক্যামেরনের হৃদয় এফোড়-ওফোড় করে দিচ্ছে। সেই শুরু থেকেই পিটারসেনের ব্যাটিং উপভোগ করতেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ডেভিড ক্যামেরন বলেন, 'আমি পিটারসেনের একজন অন্ধ ভক্ত। মাঠে তার অসাধারণ পারফরম্যান্স দেখে আমার বেশকিছু সময় কেটেছে। যা সত্যিই আমি খুব উপভোগ করেছি। তার খেলা দেখতে আমার খুবই ভালো লাগে। পিটারসেনের গড় রানও স্মরণীয়। আমার কাছে তিনি এক অসাধারণ ব্যাটসম্যান।'
গোলের ছড়াছড়ি
হকি লিগে আবাহনী ঊষা মাঠে নামা মানেই গোলের ছড়াছড়ি। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটো খেলায় ১৮ গোল হয়েছে। প্রথম লড়াইয়ে আবাহনী ১৩-১ গোলে ডি অ্যাজাঙ্কে পরাজিত করে। বিজয়ী দলের আবদুল হাশিম খান টানা তিন গোল দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। এছাড়া কাসিদ আলী ৩, পুষ্কর ক্ষিসাসিমো ও রোম্মান সরকার ২, আমির শাহজাদা, মুসা মিয়া ও নিলয় ১টি করে গোল করেন। রাহাত সরকার বিজিতের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন। দিনের আরেক ম্যাচে ঊষা ক্রীড়াচক্র ৪-০ গোলে সাধারণ বীমাকে পরাজিত করে। চয়ন ও কৃষ্ণ কুমার দুটো করে গোল করেন।
শেখ জামালের লড়াই
আইএফএ শিল্ড ফুটবলে শেখ জামাল আজ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে। কলকাতা সল্টলেক স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে মোহনবাগান। সেমিফাইনালে খেলতে হলে আজ জিততেই হবে ফেডারেশন কাপ বিজয়ীদের। গ্রুপের প্রথম ম্যাচে কলকাতা মোহামেডানের কাছে ১-২ গোলে হারে। পরের ম্যাচে সিকিম ইউনাইটেডকে ৩-১ গোলে পরাজিত করেছিল মামুনুলরা।
অসম্ভব
অনেক ম্যাচ বাকি থাকলেও পেশাদার ফুটবল লিগে ঢাকা মোহামেডানের যে অবস্থা তাতে এক্ষনি বলা যায় শিরোপা জেতা সম্ভব নয়। তবে পয়েন্ট হারানো যদি অব্যাহত থাকে তাহলে শিরোপা নয়, মোহামেডান না রেলিগেশনের ফাঁদে পড়ে যায় সেটাই চিন্তা। মোহামেডানের এক কর্মকর্তা বললেন, রেলিগেশন মানে পেশাদার লিগ থেকে নেমে যাওয়া। কিন্তু বাস্তবতা হচ্ছে মোহামেডান যদি সবার নিচেও থাকে তাহলে আমাদের নামানোটা অসম্ভবই হবে। কেননা ফেডারেশনের এতটা সাহস নেই যে মোহামেডানকে নিচে নামিয়ে দেবে।