চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের শেষ দিন আজ শনিবার সতর্কতার সঙ্গে খেলা শুরু করেছে টাইগাররা। শেষ দিনে টেস্ট বাঁচানোর লক্ষ্য নিয়ে ব্যাট করছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ২৬ ওভারে বিনা উইকেটে ৬৫ রান সংগ্রহ করেছে। এক প্রান্তে ব্যাট করছেন তামিম ইকবাল (২৯) ও অন্য প্রান্তে শামসুর রহমান (৩১)।
এর আগে শুক্রবার টেস্টের চতুর্থ দিনের আট ওভারে বিনা উইকেটে সংগ্রহ করা ১২ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। যখন তামিম ৭ আর শামসুর ৪ রানে ব্যাটিং করছিলেন।
শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ১৬১ রানের লিড পায়। আর দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ৩০৫ রান করে ইনিংস ঘোষণা করে। ফলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৬৬ রান।
উল্লেখ্য, বাংলাদেশ চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রান সংগ্রহ করেছিল।