ম্যাচ বাঁচানোর লড়াইয়ে পঞ্চম দিন শনিবার চট্টগ্রাম টেস্টে মধ্যাহ্ন-বিরতির আগেই সাজঘরে ফিরেছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও শামসুর রহমান।
শুরুতে সতর্কর্তার সঙ্গেই খেলছিল বাংলাদেশ। কোনো বিপদ ছাড়াই দিনের প্রথম ঘণ্টা পার করেছিলেন তামিম ও শামসুর। জুটি ভাঙ্গতে অনিয়মিত লেগস্পিনার কিথুরুয়ান ভিথানাগেকে আক্রমণে আনেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শুরুতে তাকে সমীহ করে খেললেও ধৈর্য হারিয়ে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হয়ে যান তামিম (৩১)। কিছুক্ষণ পরই তাকে অনুসরণ করেন শামসুর (৪৫)।
অফস্পিনার দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে বিদায় নেন প্রথম ইনিংসে শতক করা এই ডানহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের সংগ্রহ তখন ৮২/২। মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৯১/২। ইমরুল কায়েস ২ ও মুমিনুল হক ৪ রানে ব্যাট করছেন।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ১২ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।
এই টেস্ট জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। কারণ স্বাগতিক দলের জয়ের লক্ষ্য ৪৬৭ রান। তবে স্বভাবতই ড্রর জন্য খেলছে স্বাগতিকরা।
গতকাল শুক্রবার কুমার সাঙ্গাকারা ও দীনেশ চান্দিমালের শতকের ওপরে ভর করে ৪ উইকেটে ৩০৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।