সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন অভিজ্ঞ পেসার মাশরাফি বিন মুর্তজা। আজ রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর দেয়। নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে আঙুলের ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টি২০ সিরিজে দল থেকে ছিটকে পড়েন।
মাশরাফির ডেপুটি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আগে থেকেই সহ-অধিনায়ক থাকা তামিম ইকবালকে।
টি-টোয়েন্টি দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) তামিম ইকবাল (সহ-অধিনায়ক), এনামুল হক, শামসুর রহমান শুভ, মো. মিথুন আলী, মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সোহাগ গাজী, আরাফাত সানি, ফরহাদ রেজা, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।