ঢাকা টেস্টে ব্যর্থতার পর চট্টগ্রামে 'জয় সমতুল্য' ড্র। পয়মন্ত ভেন্যুতে ড্র করতে পেরে স্বাভাবিকভাবেই আনন্দ জোয়ারে ভাসছে টাইগাররা। বাংলাদেশের ঠিক বিপরীত চিত্র লঙ্কান শিবিরে। দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় হতাশা বিরাজ করছে লঙ্কান খেলোয়াড়দের মধ্যে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে দলের হতাশার কথা জানান লঙ্কান দলের কান্ডারি অ্যাঞ্জেলো ম্যাথুস। ম্যাচ ড্র হওয়ায় হতাশ হয়ে ম্যাথুস বলেন, 'আমাদের চেষ্টা ছিল ২-০ ম্যাচে সিরিজ জয় করা। উইকেট যে আচরণ করেছে তাতে ম্যাচ জয় করা আমাদের পক্ষে অসম্ভব ছিল। তারপরও চট্টগ্রাম টেস্ট জেতার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি আমরা।'
ড্রয়ে হতাশ হলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফর্মে প্রশংসা করতে ভুল করেননি এ লঙ্কান। টাইগার ব্যাটসম্যানদের প্রসঙ্গে তিনি বলেন, 'তারা খুব ভালো ব্যাট করেছে। বিশেষ করে গত টেস্টের চেয়ে খুব উন্নতি করেছে। তারা এতো ভালো ব্যাটিং করেছে যে বোলারা আউট করার খুব কমই সুযোগ পেয়েছে।' চট্টগ্রামের উইকেট নিয়ে হতাশ হয়ে তিনি বলেন, 'এটা ব্যাটিং উইকেট। ব্যাটিং উইকেটে বোলারদের কিছুই করার ছিল না।' শ্রীলঙ্কা দলের পেস বোলারদের প্রশংসা করে তিনি বলেন, 'এ উইকেট পেস বোলারদের জন্য উপযুক্ত ছিল না। তারপরও পেস বোলার লাকমল এবং প্রদীপ খুবই ভালো বোলিং করেছে। ভাগ্য সহায় ছিল না বলে তারা বেশি উইকেট পায়নি।' দেশের মাটিতে খেলা ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ দুটি সিরিজেই জিতে টাইগাররা। যার মধ্যে কিউদের ৩-০ ম্যাচে করে বাংলাওয়াশ করে টাইগারা। তাই ওয়ানডে ও টি-২০ সিরিজে টাইগারদের শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছে লঙ্কানরা। টেস্ট সিরিজ জিতলেও টি-২০ সিরিজ ও ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানাবে বলে মনে করেন ম্যাথুস। টি-২০ ও ওয়ানডে সিরিজ প্রসঙ্গে ম্যাথুস বলেন, 'টি-২০ ও ওয়ানডে'তে ফরমেটে বাংলাদেশ খুবই ভালো দল। এ ফরমেটে যে কারোর বিরুদ্ধে জয়ের ক্ষমতা রাখেন তারা। তাই টি-২০ ও ওয়ানডে সিরিজে তারা আমাদের চ্যালেঞ্জ জানাবে।'