শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন আরাফাত সানি। দুই ম্যাচে ৫ ওভারে ২৫ রানের খরচে নেন ৩ উইকেট। তারপরও টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি এই বাঁ হাতি স্পিনারের। গতকাল ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল মুশফিকুর রহিমকে অধিনায়ক করে পুরুষ এবং ছালমা খাতুনকে অধিনায়ক করে মহিলা স্কোয়াড ঘোষণা করেন।
পুরুষ স্কোয়াড : মুশফিকুর রহিম, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, সাকিব আল হাসান, মুমিনুল হক সৌরভ, নাসির হোসেন, সাবি্বর রহমান রুম্মন, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক রাজ, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, ফরহাদ রেজা, রুবেল হোসেন ও আল আমিন।
মহিলা স্কোয়াড : ছালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, ফারজানা হক, আয়েশা রহমান, লতা মণ্ডল, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, পান্না ঘোষ, শারমীন আক্তার, নুজহাত তাসনিয়া, খাদিজাতুল কুবরা, সোহেলী আক্তার, শামীমা সুলতানা ও শায়লা শারমীন।