নামিবিয়ার মুখোমুখি বাংলাদেশ
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ নামিবিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশের তরুণরা। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সাদমানের সেঞ্চুরিতে (১২৬) দশ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। আজ জিতলেই সুপার লিগ অনেকটা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
দ্বিতীয় বিভাগ ফুটবল
কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে গতকাল ১-০ গোলে টঙ্গি ক্রীড়া চক্রকে হারিয়েছে দিলকুশা স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে একমাত্র গোলটি করেন ফয়সাল। তবে এ জয়ের পরও লিগ টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে দিলকুশা। কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে পুলিশ এস সি। ১৩ ম্যাচে তারা ৩২ পয়েন্ট সংগ্রহ করেছে।
স্কুলের বার্ষিক ক্রীড়া
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) স্কুলের ১৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল। পুরস্কার বিতরণ করেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর ও অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মো. রুহুল আমিন।