স্প্যানিশ লা লিগার ম্যাচে ৩-০ গোলে গেটাফেকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ৷ গতকাল রবিবার ম্যাচের শুরুতেই সুযোগ সন্ধানী ২০ বছর বয়সী ফুটবলার জেসি রডরিগেজের দুরন্ত গোলে ৫ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। গ্যারেথ বেলের পাস থেকে পাওয়া দুরন্ত শটে গেটাফের জালে জড়ান রডরিগেজ।
দ্বিতীয় গোল হয় ২৭ মিনিটে। রাইট উইং থেকে বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা করিম বেঞ্জামাকে লক্ষ্য করে মাপা ক্রসে বল দিয়েছিলেন ডি’মারিয়া। ভুল করেননি বেঞ্জামাও। প্রথম বুক দিয়ে বল নামিয়ে সেই চলতি বলেই শট নেন তিনি। কিছুই করার ছিল না গেটাফের গোল রক্ষকের।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি গেটাফে। লুকা মডরিকের পা থেকে আসে তৃতীয় গোলটি।
গোলের ব্যবধান আরও বাড়তে পারত। বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেন রিয়ালের ফুটবলাররা। পুরো ম্যাচে দুই দলের খেলোয়াড়দেরকে সাতটি হলুদ কার্ড দেখাতে হয় রেফারিকে।