নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতের চরম পরাজয় আগামী বছরের বিশ্বকাপে প্রভাব ফেলবে না বলে মনে করেন ভারতের সর্বকালের শ্রেষ্ঠ ওপেনার সুনীল গাভাস্কার৷ তিনি বলেন, ‘আমার মনে হয় এ বারের নিউজিল্যান্ড সফর এবং আগামী বছর বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সফর ভারতের বিশ্বকাপ সম্ভাবনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে৷ এ বার নিউজিল্যান্ডে কী হয়েছে না হয়েছে তার প্রভাব বিশ্বকাপে পড়ার কথা না।’
শচীনের অবসরের পর ভারতীয় ক্রিকেট পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে বলেও মনে করেন গাভাস্কার৷ তিনি বলেন, ‘লক্ষ্য করছি যে দলে অনেক নতুন মুখ এসেছে৷ এক দিনের সিরিজ থেকে নিশ্চয়ই তারা অনেক কিছু শিখেছে৷ পরিস্থিতির সঙ্গে কীভাবে মানাতে হবে তা ধীরে ধীরে তারা রপ্ত করছে৷ আমার মনে হয়, ভারতের বর্তমান দল শেখার ব্যাপারে আগ্রহী৷ আরও জরুরি, তারা সব সময় উন্নতি করার একটা চেষ্টায় রয়েছে৷ তা খুব ভালো লক্ষণ।’
তিনি মনে করেন, ২০১১ বিশ্বকাপের পর গত তিন বছরে ফিল্ডিং দল হিসেবে ভারত অনেক উন্নতি করেছে৷ স্পষ্ট করেই বলেছেন, ‘২০১১ সালে ভারত যখন বিশ্বকাপ জিতেছিল, ফিল্ডিংয়ের মান কিন্তু বিশ্বমানের ছিল না৷ কিছু কিছু ক্রিকেটার খুব ভালো ফিল্ডার ছিল ঠিকই, কিন্তু সেটাই শেষ কথা ছিল না৷এখনকার টিম কিন্তু ফিল্ডিংয়ে অনেক উন্নতি করেছে৷এই টিমে অনেক নতুন মুখ আছে যারা মাঠে বাড়তি রান বাঁচানোর জন্য মরিয়া থাকে৷সেটা অনেক সময় পার্থক্য গড়ে দেয়।’