টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এখন ব্যাট করছে শ্রীলঙ্কা। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন তিলকারত্নে দিলশান (১) ও কৌশল পেরেরা (৮)।
বৃষ্টির জন্য কাটছাট করে ৪৩ ওভারে নামিয়ে আনা হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকার প্রথম ওয়ানডে ম্যাচটি। বিটিভি ও মাছরাঙা টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।