তিন ওয়ানডে ম্যাচের প্রথমটিতে সব উইকেট হারিয়ে ১৮০ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৮১ রান।
দলীয় ৬৬ রানেই আট উইকেট হারায় শ্রীলঙ্কা। কিন্তু সেনানায়েকে ও টিসারা জুটি দলীয় স্কোর নিয়ে যায় ১৪৯ রানে। সেনানায়েকে আউট হন ৪৮ বলে ৩০ রান করে। এরপর পেরেরা ৫৭ বলে ৮০ রান করে দলীয় স্কোর নিয়ে যান ১৮০ রানে।
বাংলাদেশের পক্ষে সাকিব, রুবেল ও আরাফাত সানি দুটি করে এবং আল-আমিন হোসেন ও সোহাগ গাজী একটি করে উইকেট নেন।